For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুজরাতে এখন গব্বর সিং ট্যাক্স বনাম ড্রামাবাজ পার্টি নাম্বার ওয়ান-এর লড়াই

গব্বর সিং ট্যাক্স। সোমবার গুজরাতে প্রচারে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে এমনভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। পাল্টা কংগ্রেসকে ড্রামাবাজ পার্টি নাম্বার ওয়ান বলে কটাক্ষ করে বিজেপি

  • By Dibyendu
  • |
Google Oneindia Bengali News

গব্বর সিং ট্যাক্স। সোমবার গুজরাতে ভোটের প্রচারে গিয়ে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সকে এমনভাবেই কটাক্ষ করলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। পাল্টা কংগ্রেসকে ড্রামাবাজ পার্টি নাম্বার ওয়ান বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।

গুজরাতে এখন গব্বর সিং ট্যাক্স বনাম ড্রামাবাজ পার্টি নাম্বার ওয়ান-এর লড়াই

সোমবার ভোট প্রচারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন রাহুল গান্ধী। গুজরাতের মানুষ রাজ্যে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি চায়। যদিও গুজরাত সরকার তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন রাহুল গান্ধী।
একইসঙ্গে রাহুল গান্ধীর অভিযোগ, জিএসটির ফলে লক্ষ লক্ষ ছোট ব্যবসায়ীকে নিচে নামিয়ে দিয়েছে। বিরোধীরা নরেন্দ্র মোদী বিরুদ্ধে জিএসটি নিয়ে বারবার অভিযোগ করে আসছে।

যদিও দিল্লি থেকে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব দিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। রাহুল গান্ধীর কংগ্রেসকে তিনি 'ড্রামাবাজ পার্টি নাম্বার ওয়ান' বলে কটাক্ষ করেছেন। গুজরাতের প্রচারে গিয়ে রাহুল গান্ধীর সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ৯০-এর দশকে অ্যান্টি নাম্বার ওয়ান কিংবা কুলি নাম্বার ওয়ানের সঙ্গে তুলনা করেছেন রবিশঙ্কর প্রসাদ।

গত সপ্তাহের শেষে গুজরাতের পিছিয়ে পড়া শ্রেণির যুব নেতা অল্পেশ থাকরে দিল্লিতে রাহুল গান্ঝীর বাসভবনে দেখা করেন। তিনি জানান সামনের কিছু দিনের মধ্যেই তিনি কংগ্রেসে যোগ দেবেন। সেই সঙ্গে কংগ্রেস দাবি করে বড় নেতা কংগ্রেসে ফিরে আসছেন। কখন তিনি কংগ্রেস ত্যাগ করেছিলেন, প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর দাবি, অল্পেশ থাকরের বাবা একজন কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী যদি সঠিক ভাবে হোম ওয়ার্ক করে যান, তাহলে, কংগ্রেসও সব ধরনের নাটক থেকে রক্ষা পাবে বলে মন্তব্য রবিশঙ্কর প্রসাদ।

১৮ ডিসেম্বরের মধ্যে গুজরাতের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা থাকলেও, এখনও নির্বাচন কমিশন নির্বাচনের দিন ঘোষণা না করায় বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে, পাতিদার শ্রেণির যুবনেতা হার্দিক প্যাটেল গুজরাতের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কাজ করার কথা ঘোষণা করেছেন।

English summary
GST is Gabbar Singh Tax, says the congress leader. The Congress, which is out of power in Gujarat for 22 years, is wooing leaders such as Hardik Patel, Jignesh Mevani ans Alpesh Thakor who have significant support base in their respective communities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X