For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একটানা তিন দিন বাড়ল জ্বালানির দাম, কোন শহরে কত হল পেট্রোল, ডিজেলের দাম ?

একটানা তিন দিন বাড়ল জ্বালানির দাম, কোন শহরে কত হল পেট্রোল, ডিজেলের দাম ?

  • |
Google Oneindia Bengali News

একটানা তৃতীয় দিন বাড়ল জ্বালানির দাম। দেশের করোনা সঙ্কটের মাঝেই লাগাতার দাম বাড়িয়ে চলেছে ওয়েল মার্কেটিং সংস্থা এইচপিসিএল, বিপিসিএল ও আইওসি। মঙ্গলবার দিল্লিতে আরও ৫৪ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। দিল্লির সঙ্গে চার মেট্রো শহরে পেট্রোলের দাম বেড়েছে বলে জানা যাচ্ছে।

কলকাতায় নতুন দাম কত ?

কলকাতায় নতুন দাম কত ?

বর্তমানে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৪.৯৮ টাকা। পাশাপাশি দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ৭২.৪৬ টাকা থেকে বেড়ে ৭৩ টাকা হয়েছে। ডিজেলের দাম লিটার পিছু ৭০.৫৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৭১.১৭ টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

প্রয়োজনীয় জ্বালানির ৮০ শতাংশই আমদানি করে ভারত

প্রয়োজনীয় জ্বালানির ৮০ শতাংশই আমদানি করে ভারত

আর এদিকে লাগাতার জ্বালানির দাম বৃদ্ধি নিত্যপ্রয়োজনীয় জিনিসেরও দামা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যার জেরে দেশের এই অর্থসঙ্কটের মাঝেও বড়সড় বিপদে পড়বেন সাধারণ মানুষ। সূত্রের খবর, প্রয়োজনীয় তেলের ৮০ শতাংশই আমদানি করে ভারত। তাই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় বাড়ছে জ্বালানির দাম।

রবি ও সোমবার কত করে বাড়ে জ্বালানির দাম ?

রবি ও সোমবার কত করে বাড়ে জ্বালানির দাম ?

একদিকে একটানা আড়াই মাসের লকডাউন যাপন শেষে যখন সবে সবে ছন্দে ফিরছে আম আদমি তখনই বাড়তে থাকে তেলের দাম। রবিবার লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দামা বাড়ে প্রায় ৬০ পয়সা। সোমবার দ্বিতীয় দিনেও ফের লিটার পিছু ৬০ পয়সা বাড়ে জ্বালানির দাম। তারপর এবার মঙ্গলবারও যথাক্রমে ৫৪ ও ৫৮ পয়সা করে বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম।

মূল্যবৃদ্ধির পর কোন শহরে নতুন দাম কত ?

মূল্যবৃদ্ধির পর কোন শহরে নতুন দাম কত ?

এদিকে দাম বাড়ার ফলে বর্তমানে মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০.০১ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম হয়েছে ৬৯.৯২ টাকা। পাশাপাশি চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৭.০৮ টাকা। ডিজেলের দাম হয়েছে ৬৭.২৩ টাকা। পাশাপাশি মঙ্গলবার নয়ডায় ১ লিটার পেট্রোলের দাম ৭৫.৩৮ টাকা হয়ে গিয়েছে। ডিজেলের দাম হয়েছে লিটার প্রতি ৬৫.৩৪ টাকা ।

দুর্নীতি মুক্ত করা-সহ একের পর আশ্বাস! একমাত্র বিজেপিই পরিবর্তন আনতে পারে বাংলায়, দাবি অমিত শাহেরদুর্নীতি মুক্ত করা-সহ একের পর আশ্বাস! একমাত্র বিজেপিই পরিবর্তন আনতে পারে বাংলায়, দাবি অমিত শাহের

English summary
The price of petrol and diesel has gone up again, Find out the new price,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X