For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী, জনসেবার দুই দশকে নমোর জন্মদিন

দীর্ঘ সময়ের মুখ্যমন্ত্রী থেকে জনপ্রিয় প্রধানমন্ত্রী, জনসেবার দুই দশকে নমোর জন্মদিন

  • |
Google Oneindia Bengali News

৭১ তম জন্মিদনে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে মোদীর জন্মদিন উপলক্ষ্যে গোটা দেশজুড়েই উদযাপন শুরু করে দিয়েছে গেরুয়া সমর্থকেরা। সেই সঙ্গে সরকারি ভাবেও নেওয়া হয়েছে একাধিক লক্ষ্যমত্রা। এমনকী ১৭ সেপ্টেম্বর থেকে আগামী তিন সপ্তাহ সেবা ও সমর্পন সপ্তাহও চালু করা হয়েছে মোদী ব্রিগেডের তরফে। অন্যদিকে মোদীর জন্মদিনেই দেড় কোটি মানুষকে টিকাকরণেও লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

প্রধানমন্ত্রী হিসাবে একাধিক রেকর্ড

প্রধানমন্ত্রী হিসাবে একাধিক রেকর্ড

এদিকে মোদী দেশের একমাত্র প্রধানমন্ত্রী যিনি স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছেন। এর আগে যতজন রাজনেতাই প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তাদের সকলেই পরাধীন ভারতেই জন্মগ্রহণ করেছিলেন।এদিকে ২০১৪ সালের শুরুতে প্রথমবার দেশের মসনদে বসে সবকা সাথ, সবকা বিকাশ স্লোগানেই জোর দিতে দেখা যায় মোদী সরকারকে। আজও দ্বিতীয়বার মসনদে বসেও সেই লক্ষ্যেই কাজ করেছে চলেছে কেন্দ্র।

জনসেবার দুই দশক

জনসেবার দুই দশক

এদিকে সরকারে বসার পর থেকেই অন্তর্ভুক্তিমূলক, উন্নয়নমুখী এবং দুর্নীতিমুক্ত শাসন শুরু করতে চেয়েছেন মোদী। পাশাপাশি সরাকরি সিদ্ধান্তে গতি আনতে নিয়েছেন একগুচ্ছ কর্মসূচি। অন্যদিকে আগামী ৭ অক্টোবর প্রশাসক জীবনের ২০ বছর পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষ্যেই ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মোৎসব ও "জনসেবার দুই দশক" পালন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিজেপির তরফে।

গুরাতের দীর্ঘতম মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন মোদী

গুরাতের দীর্ঘতম মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন মোদী

এদিকে মোদীই আবার এখনও পর্যন্ত গুজরাতের দীর্ঘতম মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। ২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাতের মসনদে বসেছিলেন তিনি। অন্যদিকে ১৪ বছরের মুখ্যমন্ত্রীত্ব বাদ দিয়েও মোট ২০ বছর প্রশাসনিক পদে কাজ করছেন তিনি। অন্যদিকে তাঁর নেতৃত্বেই ২০১৪ সালে প্রথমবার রেকর্ড মার্জিনে ভোটে জেতে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে মোদীর হাতে চালু হওয়া একাধিক সমাজকল্যানমূলক কর্মসূচি বরাবরই সমাদৃত হয়েছে বিভিন্ন মহলে।

বিশ্বদরবারে এসসিও মিট-এ ৬ মিনিটের ঝোড়ো ভাষণে কট্টরপন্থাকে টার্গেটে রাখলেন মোদীবিশ্বদরবারে এসসিও মিট-এ ৬ মিনিটের ঝোড়ো ভাষণে কট্টরপন্থাকে টার্গেটে রাখলেন মোদী

নেওয়া হয়েছে একাধিক সমাজকল্যানমূলক কর্মসূচি

নেওয়া হয়েছে একাধিক সমাজকল্যানমূলক কর্মসূচি

স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে মোদীর হাতেই চালু হয়েছিল আয়ুষ্মাণ ভারত কর্মসূচি। যা এখনও পর্যন্ত দেশের ৫০ কোটি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে। চালু করেছেন প্রধানমন্ত্রী জন ধন যোজনা। এই প্রকল্পের আওতায় ৩৫ কোটিরও বেশি জন ধন অ্যাকাউন্ট খোলা হয়েছে। অন্যদিকে মোদী সরকার বিভিন্ন বিভাগের জন্য একাধিক চমকপ্রদ পেনশন স্কিম নিয়ে এসেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনা ৭ কোটির বেশি মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
20 years of administrative life, looking back at Modi's political rise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X