For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর বাড়ানো হবে না সময়, অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের শেষদিন বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আর বাড়ানো হবে না সময়, অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশের শেষদিন বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Google Oneindia Bengali News

আর বাড়ানো হবে না সময়। ৩১ অগাস্টই প্রকাশ করতে হবে অসমের নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। অনলাইনে প্রকাশ করা হবে সেই তালিকা। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বলা হয়েছে আধারের মতোই সুরক্ষিত হবে জাতীয় নাগরিকপঞ্জির যাবতীয় তথ্য। কারণ এই তালিকায় সাধারণ মানুষের একাধিক তথ্য রয়েছে যা কোনও ভাবেই ফাঁস হতে দেওয়া যাবে না। সেই বিষয়টি সুনিশ্চিত করার জন্য কড়া নির্দেশিকা দিয়েছে সুপ্রিম কোর্ট।

কী বলছে আদালত

কী বলছে আদালত

শীর্ষ আদালত জানিয়েছে অনলাইনে আধারের মতোই যাবতীয় তথ্য সুরক্ষিত করে এনআরসির তালিকা প্রকাশ করতে হবে। একমাত্র এনআরসি কেন্দ্রেই মিলবে কাগুজে তথ্য। আইনে ৬৬এ ধারা মেনেই এনআরসির তথ্য সংশোধন বা উন্নয়ন করা হবে।

কাজ চলছে জোরকদমে

কাজ চলছে জোরকদমে

অসম এনআরসির কো অর্ডিনেটর প্রতীক হেজল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এনআরসির তালিকা সম্পূর্ণ করার কাজ চলছে। তিনিই আদালতে আবেদন জানিয়েছিলেন এনআরসির যাবতীয় তথ্য সুরক্ষিত রাখার জন্য যেন কড়া নির্দেশ দেন বিচারপতি। কারণ এই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের একাধিক ব্যক্তিগত তথ্য রয়েছে। সেগুলি প্রকাশ্যে আসা বিপজ্জনক বলে দাবি করেছেন তিনি।

তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র

তৎপরতা বাড়িয়েছে কেন্দ্র

মোদী সরকার আসার পরেই অসমের জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা তৈরি শুরু হয়। লোকসভা ভোটের আগে এই নিয়ে উত্তালও হয়েছিল গোটা দেশ। বিরোধীরা এনআরসির প্রতিবাদে সরব হয়েছিলেন। কিন্তু ফের কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এনআরসি বিক্ষোভ তেমন মাথাচারা দিতে পারেনি। গত সরকারের অসম্পূর্ণ কাজ এখন সম্পূর্ণ করতে মরিয়া হয়ে উঠেছেন মোদী।
সেকারণেই এনআরসি নিয়ে এই ত‌ৎপরতা বলে মনে করা হচ্ছে।

বাদ গিয়েছিল কয়েক লক্ষ নাম

বাদ গিয়েছিল কয়েক লক্ষ নাম

এদিকে অসমে এই তালিকা নিয়ে পরিস্থিতি গরম হয়ে রয়েছে। প্রথম তালিকায় প্রায় ৪০ লাখ বাসিন্দার নাম বাদ দেওয়া হয়েছিল। পরে আবার নাম সংগ্রহ শুরু হয়। তাতেও ২০ লাখ বাসিন্দার নাম বাদ পড়েছে বলে সূত্রের খবর। ভারতে বেআইনি অনুপ্রবেশ বন্ধেই এই এনআরসি বলে দাবি বিজেপির।

English summary
Final Assam NRC to be published only online on August 31, ordered SC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X