For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি টিকিট না পেলেও বিক্রি মন্দা রেলের !

  • By Super
  • |
Google Oneindia Bengali News

আপনি টিকিট না পেলেও বিক্রি মন্দা রেলের !
নয়াদিল্লি, ২০ অক্টোবর : বেড়াতে যাবেন, কিন্তু ট্রেনে টিকিট পাচ্ছেন না ! ডাক্তার দেখাতে বাইরে যাবেন, কিন্তু ওয়েটিং লিস্টেও টিকিট অমিল ! দরকারে টিকিট না পেয়ে মুখ শুকনো করে বসে থাকতে হয়, এমন ছবিটা আমাদের পরিচিত | কারণ, বছরভর মেল-এক্সপ্রেস ট্রেনগুলিতে টিকিটের চাহিদা তুঙ্গে থাকে | ফলে, সংরক্ষিত টিকিট মেলে না | কিন্তু জানেন কি, ঠিক উল্টো কথা বলছে রেল | গত ছয় মাসে টিকিট বিক্রি পড়ে যাওয়ায় ভাঁড়ে ভবানী রেল কর্তৃপক্ষের এখন চোখে আঁধার ঘনিয়েছে ! অবস্থা এমন চলতে থাকলে কী হবে, ভেবে শঙ্কিত রেল ভবনের বাবুরা !

রেলের নিজস্ব পরিসংখ্যান থেকেই জানা যাচ্ছে, চলতি অর্থবর্ষের প্রথম ছয় মাসে অর্থাৎ এপ্রিল-সেপ্টেম্বর পর্বে মেল-এক্সপ্রেস ট্রেনগুলিতে টিকিট বিক্রি হয়েছে ১৯৮ কোটি ২০ লক্ষ ৩৫ হাজার | সংরক্ষিত অর্থাৎ এসি প্রথম শ্রেণী, এসি টু-টিয়ার, এসি থ্রি-টিয়ার, এসি চেয়ারকার, স্লিপার এবং সাধারণ চেয়ারকার ছাড়াও দূরপাল্লার ট্রেনগুলির অসংরক্ষিত টিকিট এই হিসাবের অন্তর্ভুক্ত হয়েছে | শহরতলির লোকাল ট্রেনের টিকিট বিক্রির হিসাব অবশ্য এর অন্তর্ভুক্ত হয়নি | অথচ, গত আর্থিক বছরের প্রথম ছয় মাসে ওই সংখ্যাটা ছিল ২০৫ কোটি ৮০ লক্ষ ৩ হাজার | সেই হিসাবে গত বছরের তুলনায় টিকিট বিক্রি কমেছে ৩.৬৮ শতাংশ | যদিও এই খাতে রেলের আয় এবার বেড়ে দাঁড়িয়েছে ১৮০৯৯ কোটি ৮৩ লক্ষ টাকা | ২০১২-১৩ অর্থবর্ষে এপ্রিল-সেপ্টেম্বর পর্বে তা ছিল ১৫৫৮২ কোটি ৪২ লক্ষ টাকা | টিকিট বিক্রি কমলেও রেলের আয় বেড়েছে, কারণ গতবারের তুলনায় এবার সব ধরনের টিকিটের দাম বেড়েছে | সুপারফাস্ট ট্রেন চার্জ, টিকিট বাতিলের চার্জও বেড়েছে | যাত্রীদের গাঁটের কড়ি বেশি গুনতে হচ্ছে | তবে, রেলের আয় বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে ব্যয় | তাই মুনাফা থাকছে না |

কিন্তু কেন বিক্রি কমেছে টিকিটের ? রেলওয়ে বোর্ড-এর সদস্য (ট্রাফিক) বেণীপ্রসাদ পাণ্ডে জানালেন, টিকিট না কেটে যাত্রা করার প্রবণতা বেড়েছে | এই বিষয়ে ব্যবস্থা নিতে নজরদারি বাড়ানো হবে বলেও দাবি করেন তিনি | ওয়াকিবহাল মহলের ধারণা, টিকিটের দামের তুলনায় রেলের পরিষেবা যথেষ্ট খারাপ | অনেক ক্ষেত্রেই দেখা যায়, স্লিপার ক্লাসে শৌচালয় ব্যবহারের অযোগ্য, পূতিগন্ধময় | এসি-তে দুর্গন্ধময় চাদর দেওয়া হয়, জানালার পর্দা তেল চিটচিটে, এমন অভিযোগও আছে ভুরিভুরি | এমনকী রাজধানী এক্সপ্রেসের মতো কুলীন গাড়িতে পচা খাবার দেওয়া হয়েছে, এই অভিযোগে যাত্রীরা বিক্ষোভ-ও দেখিয়েছেন | তবু টনক নড়েনি রেলের | এ সব কারণে, যাত্রীদের একাংশ মুখ ফিরিয়েছেন | যাঁদের সামর্থ্য অল্প, তাঁরা কেউ সড়কপথে যাতায়াত বেছে নিয়েছেন, আর একটু বিত্তবানরা ইন্ডিগো, স্পাইস জেটের মতো এয়ারলাইনসের ওপর ভরসা রেখেছেন | যদিও এই মত মানতে নারাজ বেণীপ্রসাদবাবু | তাঁর প্রশ্ন, তাহলে কেন টিকিটের জন্য এত লাইন পড়ে ? কেন অতিরিক্ত কোচ দিয়েও ভিড় সামাল দেওয়া যায় না ? সেই এক যুক্তি দিয়ে তিনি বললেন, বিনা টিকিটে যাতায়াতের প্রবণতা কমলে আবার টিকিট বিক্রি বেড়ে যাবে | কিন্তু গত ছয় মাসে আচমকা বিনা টিকিটে যাত্রার প্রবণতা বাড়ল কেন, সদুত্তর দেননি তিনি | রেলের গয়ং গচ্ছ পরিষেবা নিয়েও কোনও শব্দ শোনা যায়নি তাঁর মুখে |

English summary
Fewer tickets being booked; cash-strapped railways worried
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X