মেয়ের 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে অস্বস্তিতে অমূল্যর পরিবার! কী বললেন জেডিএস নেত্রীর বাবা
বেঙ্গালুরুতে চলছিল আমিমের একটি সিএএ বিরোধী সভা। আর সেই সভা মঞ্চে সদর্পে বেঙ্গালুরুর এক তরুণী স্লোগান তোলে ' পাকিস্তান জিন্দাবাদ'। কর্ণাটকের হুবালির এই জেডিএস নেত্রী দেশদ্রোহিতার অভিযোগে আপাতত ১৪ দিনের হেফাজতে রয়েছে। তবে ঘরের মেয়ের মুখে এমন স্লোগানে হতবাক জেডিএস নেত্রী অমূল্যর পরিবারের সদস্যরা।

জেডিএস নেত্রী অমূল্যর কীর্তি
বেঙ্গালুরুর সভামঞ্চে যে তরুণী মাইক্রোফোন হাতে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান তুলেছিল তার পরিবার বসবাস করে চিকমাগালুরের বাসিন্দা। আর তরুণীর পরিবার জানিয়েছে, ঘরেরে মেয়ে যা বলেছে তা ভুল। অমূল্যর পরিবার এই ঘটনাকে কোনও মতেই সমর্থন করে না।

অসুস্থ বাবার কোন বার্তা?
অমূল্যর বাবা জানিয়েছেন, তাঁর মেয়েকে তিনি বহুবার বলেছিলেন, চিকমাগালুর ফিরতে, কারণ তিনি নিজে অসুস্থ। তবে সেকথায় কান না দিয়ে অমূল্য জানিয়ে দেয়, তার বাবা যেন নিজের চিকিৎাস আর স্বাস্থ্যের খেয়াল নিজে রাখেন। এমন দাবি অমূল্যর বাবার। যিনি আপাতত মেয়ের কর্মকাণ্ডে অত্যন্ত অস্বস্তিতে পড়েছেন চিকমাগালুর এলাকার আশপাশের বাসিন্দাদের সামনে।
|
'পাকিস্তান জিন্দাবাদ আর হিন্দুস্তান জিন্দাবাদের মধ্যে পার্থক্য হল..'
'পাকিস্তান জিন্দাবাদ ও হিন্দুস্তান জিন্দাবাদের মধ্যে পার্থক্য হল..' , অমূল্যর এমন বক্তব্যের পরই তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিতে উদ্যত হয় উপস্থিত আমিম সদস্যরা। মঞ্চে উঠে আসেন আসাদউদ্দিন ওইয়েসি। প্রবল দ্বন্দ্ব শুরু হয় তরুণী ও আমিম সদস্যদের মধ্যে। আর তখনই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। দেওয়া হয় দেশদ্রোহিতার ধারা।
|
আসাদউদ্দিনের বক্তব্য
আমিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হন। মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন , এমন বক্তব্য আর স্লোগান তিনি কোনও মতেই সমর্থন করেন না। তিনি বলেন, 'হামারে লিয়ে ভারত জিন্দাবাদ হ্যায় , জিন্দাবাদ থা, জিন্দাবাদ রহেগা।' তিনি বলেন, যে তরুণী অমন মন্তব্য করেছে, সে আমিমের সঙ্গে যুক্ত নয়।