For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরিয়ানায় লাঠিচার্জে আহত কৃষকের মৃত্যু! আন্দোলনকারী ও পুলিশের মধ্যে মৃত্যুর কারণ নিয়ে দ্বন্দ্ব

শনিবার হরিয়ানায় (haryana) কৃষকদের (farmer) ওপরে পুলিশের ব্যাপক লাঠিচার্জে যে কৃষক গুরুতর আহত হয়েছিলেন, তাঁর মৃত্যু হয়েছে। জানিয়েছেন বিকেইউ নেতা গুরনাম সিং চাদুনি। ওই কৃষকদের নাম সুশীল কাজল। সুশীল কাজলের ১.৫ একর জমি রয়ে

  • |
Google Oneindia Bengali News

শনিবার হরিয়ানায় (haryana) কৃষকদের (farmer) ওপরে পুলিশের ব্যাপক লাঠিচার্জে যে কৃষক গুরুতর আহত হয়েছিলেন, তাঁর মৃত্যু হয়েছে। জানিয়েছেন বিকেইউ নেতা গুরনাম সিং চাদুনি। ওই কৃষকদের নাম সুশীল কাজল। সুশীল কাজলের ১.৫ একর জমি রয়েছে। তিনি গত নয়মাস ধরে কেন্দ্রের কৃষি আইন বিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। যদিও এই মৃত্যু আঘাতের কারণে নয় বলে দাবি করেছে হরিয়ানা পুলিশ।

হরিয়ানা সরকারকে দায়ী করেছে কিষাণ মোর্চা

হরিয়ানা সরকারকে দায়ী করেছে কিষাণ মোর্চা

এদিকে এই মৃত্যুর ঘটনায় সংযুক্ত কিষাণ মোর্চার তরফে হরিয়ানা সরকারকে দায়ী করা হয়েছে। পাশাপাশি শনিবারের লাঠি চালনার ঘটনায় অভিযুক্ত কারনালের মহকুমা শাসক আয়ুশ সিনহার বরখাস্তের দাবি তুলেছে কৃষাণ মোর্চা। প্রসঙ্গত একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে মহকুমা শাসক বিক্ষোভরত কৃষকদের মাথা ভেঙে দেওয়া নির্দেশ দিচ্ছেন (এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া)।

পুলিশের দাবি

পুলিশের দাবি

এদিন কারনালের পুলিশ সুপার গঙ্গারাম পুনিয়া দাবি করেছেন, আঘাত পাওয়ার পরে ৫৫ বছর বয়সী ওই কৃষক কোনও হাসপাতালে যাননি। তিনি বাড়িতেই ফিরে গিয়েছিলেন স্থিতিশীল অবস্থায়। পরে ঘুমের ঘোরেই তিনি মারা যান। সঙ্গে তিনি দাবি করেছেন, পুলিশের লাঠিচার্জের আঘাতজনিত কারণে কৃষ্কদের মৃত্যুর যে দাবি করা হচ্ছে তা সত্যি নয়। যদি তাই হত, তাহলে পরিবারের সদস্যরা পুলিশের কাছে আসতেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। দুই ঘটনার কোনও যোগ নেই বলে দাবি করেছেন তিনি। প্রসঙ্গত এদিনই ওই কৃষকের শেষতৃত্য সম্পন্ন হয়েছে। তাঁর কোনও ময়নাতদন্তও হয়নি।

কৃষক জমায়েত সরাতে পুলিশের লাঠি

কৃষক জমায়েত সরাতে পুলিশের লাঠি

২৮ অগাস্ট শনিবার কৃষকরা কারনালের বস্তার টোল প্লাজায় জমায়েত করেছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রী খাট্টার এবং অন্য শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের নিয়ে হওয়া অনুষ্ঠানের বিরোধিতা করছিলেন। সেই সময় পুলিশের তরফ থেকে কৃষকদের জমায়েত সরাতে ব্যাপক লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় বেশ কয়েকজন কৃষক গুরুতর আহত হন। এদিকে শনিবার পুলিশের লাঠিচার্জের বিরোধিতা করে এদিন পঞ্জাবে বিভিন্ন জায়গায় অবরোধে সামিল হয়েছিলেন কৃষকরা।

কিষাণ সভার দাবি

কিষাণ সভার দাবি

অল ইন্ডিয়া কিষাণ সভার তরফে দাবি করা হয়েছে, হরিয়ানার বিজেপি-জেজেপি সরকারে হামলার শিকার হয়েছেন সুশীল কাজল। তিনি কৃষক আন্দোলনের শুরু থেকেই আন্দোলনকারীদের পাশে ছিলেন। কিশাণসভার তরফে অভিযোগ করা হয়েছে, নিজেদের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে হরিয়ানা সরকার। প্রায় ৪০ হাজার কৃষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ তাদের। এই অভিযোগের মধ্যএ দেশদ্রোহিতার মামলাও রয়েছে।

তৃণমূল প্রমাণ করছে বাঙালি দাঙ্গাও করে! 'ভাইপোর ১২ কোটির বাড়ি' নিয়ে বিস্ফোরক দিলীপতৃণমূল প্রমাণ করছে বাঙালি দাঙ্গাও করে! 'ভাইপোর ১২ কোটির বাড়ি' নিয়ে বিস্ফোরক দিলীপ

English summary
Police claims, there is no links in two incidents as Farmer Sushil Kajal who injured in police lathicharge in Haryana's Karnal dies of heart attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X