For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুয়ো খবর নতুন ভীতি তৈরি করছে, সাংবাদিকতা নিয়ে মন্তব্য রামনাথ কোবিন্দের

ভুয়ো খবর নতুন ভীতি তৈরি করছে, সাংবাদিকতা নিয়ে মন্তব্য রামনাথ কোবিন্দের

Google Oneindia Bengali News

ভুয়ো খবর নতুন আতঙ্কের কারণ। সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সাংবাদিকতায় উৎকর্ষতার জন্য গোয়েঙ্কা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এদিন আমন্ত্রিত ছিলেন রাষ্ট্রপতি। সেখানেই বক্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, '‌ভুয়ো খবর সম্প্রচার সাংবাদিকতার মতো মহৎ পেশাকে কলুষিত করছে।’‌ তিনি আরও বলেন, '‌কথায় কথায় ব্রেকিং নিউজ সম্প্রচার সংবাদমাধ্যমকে গ্রাস করেছে। এর ফলে এই পেশার মৌলিক নীতি ও দায়বদ্ধতা হারিয়ে যাচ্ছে।’‌

ভুয়ো খবর নতুন ভীতি তৈরি করছে, সাংবাদিকতা নিয়ে মন্তব্য রামনাথ কোবিন্দের


অনুষ্ঠানে এসে রাষ্ট্রপতি আরও বলেছেন, '‌অনেক আগে সাংবাদিকতা মানে, ফাইভ ডবলু, ওয়ান এইচ–থিওরি ছিল। যে তত্ত্ব সংবাদকে ব্যক্ত করত। কিন্তু বর্তমান ভুয়ো খবরের বাজারে এই পেশার মহত্ব নষ্ট হচ্ছে।’‌ তিনি বলেন, '‌কর্তব্য পালনে সাংবাদিকদের একাধিক টুপি পরে ঘুরতে হয়। এখন দেখি একজন সাংবিকের মধ্যেই তদন্তকারী, আইনজীবী, কখনও বা বিচারকের ভূমিকায়। একজনের একাধিক চরিত্র।’‌ তাঁর মতে, '‌একাধিক চরিত্র ধারণ করে সত্য তুলে ধরতে অত্যাধিক মনের জোর লাগে। সেই সঙ্গে লাগে পেশার প্রতি দায়বদ্ধতাও।’‌

সাংবাদিকদের এই যে এক অঙ্গে বহু রূপ, এই চরিত্র এদিন রাষ্ট্রপতির প্রশংসাও কুড়িয়েছে। তবে তাঁর প্রশ্ন, '‌সত্যি কি পেশার প্রতি দায়বদ্ধ হয়েই তাঁরা একাজ করে থাকেন?’‌ তিনি জানান, এখন তুচ্ছ জিনিস নিয়ে খবর হয়। সামাজিক ও আর্থিক বৈষম্যের চিত্র খবরে তুলে ধরা হয় না। ভর্ৎসনার সুরে তাঁর মন্তব্য, রেটিং পেতে এখন অযৌক্তিক বিষয়কে খবরে প্রচার করা হয়। বৈজ্ঞানিক যুক্তিকে প্রচার না করে সবাই অযুক্তির পিছনে দৌড়ায়।

শোভন কবে তৃণমূলে যোগ দিচ্ছেন, তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায়শোভন কবে তৃণমূলে যোগ দিচ্ছেন, তাৎপর্যপূর্ণ মন্তব্যে জল্পনা বাড়ালেন পার্থ চট্টোপাধ্যায়

English summary
Kovind said old timers would recall the magical touchstone of five Ws and H whose answers were essential for a story to qualify as a news report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X