For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপূর্বেও অব্যাহত গেরুয়া ঝড়! একনজরে অসমের বুথ ফেরত সমীক্ষার ফল

উত্তর পূর্বেও বিজেপি রাজ হতে চলেছে। বিশেষ করে অসমে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এই চিত্রই উঠে এসেছে।

Google Oneindia Bengali News

উত্তর পূর্বেও বিজেপি দারুণ ফল করতে চলেছে। বিশেষ করে অসমে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় এই চিত্রই উঠে এসেছে। উত্তর পূর্বে ২৫ টি আসনের মধ্যে অসমে রয়েছে ১৪টি আসন। বেশির ভাগ সমীক্ষাতেই বিজেপি ৮ থেকে ১০ টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছে। গতবার লোকসভায় বিজেপির আসন সংখ্যা ছিল সাতটি।

এনডিটিভির সমীক্ষা

এনডিটিভির সমীক্ষা

এনডিটিভির সমীক্ষায় রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-কে নটি আসন দেওয়া হয়েছে। চারটি দেওয়া হয়েছে কংগ্রেসকে। বাকি একটি অন্যরা।

টাইমস নাও-ভিএমআর

টাইমস নাও-ভিএমআর

টাইমস নাও-ভিএমআর-এর সমীক্ষায় কংগ্রেস ও এআইইউডিএফকে একসঙ্গে দেওয়া হয়েছে সাতটি আসন। অন্যদিকে বিজেপি পেতে পারে ছটি আসন। বাকি একটি আসন অন্যরা।

টুডেজ চাণক্য

টুডেজ চাণক্য

টুডেজ চাণক্যর বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে দেওয়া হয়েছে ১০ টি আসন। কংগ্রেসকে ৩ টি এবং অন্যদের ১ টি আসন দেওয়া হয়েছে।

সিএনএন নিউজ এইটটিন-আইপি এসওএস

সিএনএন নিউজ এইটটিন-আইপি এসওএস

এই বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে রাজ্যে বিজেপি পেতে পারে ৮ থেকে ১০ টি আসন। কংগ্রেস পেতে পারে ২ থেকে ৪ টি আসন। আর এআইইউডিএফ পেতে পারে দুটি আসন।

[আরও পড়ুন:মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে][আরও পড়ুন:মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে]

২০১৪-র ফল

২০১৪-র ফল

রাজ্যের ১৪ টি আসনের মধ্যে ২০১৪ সালে বিজেপি পেয়েছিল সাতটি আসন। কংগ্রেস জয়ী হয়েছিল তিনটি আসনে। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট পেয়েছিল তিনটি আসন।

[আরও পড়ুন:বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই][আরও পড়ুন:বুথ ফেরত সমীক্ষা! ৩ গুরুত্বপূর্ণ রাজ্যের সম্ভাব্য ফল বিজেপির 'চাহিদা' মতোই]

English summary
Exit poll for Assam, which is another saffron sunrise in the Northeast
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X