For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন পরিবেশবিদরা

দেশে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন পরিবেশবিদরা

Google Oneindia Bengali News

গত দু’‌দিনে উত্তর ভারতে দূষণের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার পরিবেশ সংগঠনগুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সব রাজ্যের সরকারের কাছে আবেদন জানিয়েছে যে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার ঘোষণা করা হোক।

দেশে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থার ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রীকে আর্জি জানালেন পরিবেশবিদরা


পরিস্কার বাতাস নিয়ে কাজ করা সাধারণ নাগরিকদের দ্য ক্লিন এয়ার কালেক্টিভ নামের এক সংস্থা বলে, '‌পশ্চিমবঙ্গ থেকে পাঞ্জাব পর্যন্ত উত্তর ভারতের প্রায় পুরো অংশই মারাত্মক বায়ু দূষণের কবলে রয়েছে, যা অত্যন্ত বিপদজ্জনক। এটি এই অঞ্চলের প্রতিটি বাসিন্দার স্বাস্থের অপূরণীয় ক্ষতি করছে।’‌ ওই সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয় যে, '‌আমরা প্রধানমন্ত্রী ও সব রাজ্যের সরকারকে আবেদন করব যে এই পরিস্থিতিকে জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করতে। জঞ্জাল ও জৈববস্তু জ্বালানো বন্ধ করতে কঠোর আইন প্রয়োগ করা হোক এবং বিভিন্ন উৎস থেকে উদ্ভুত নির্গমন নিয়ন্ত্রণ করতে মনোযোগ দিক সরকার।’‌

দিওয়ালির আগে থেকেই দিল্লিতে বায়ু দূষণের তীব্র প্রভাব পড়তে শুরু করে বাসিন্দাদের ওপর। যার মূল কারণই ছিল হরিয়ানা–পাঞ্জাবে খড় ও ফসল পোড়ানোর জন্য তার বস্তুকণা উড়ে এসে দিল্লির বায়ুর সঙ্গে মিশত। শ্বাস নেওয়াই দুষ্কর হয়ে পড়েছিল দিল্লিবাসীর ক্ষেত্রে। সুপ্রিম কোর্টে এ নিয়ে ভৎসর্নার মুখেও পড়তে হয়েছিল কেন্দ্র ও রাজ্য সরকারকে। এমনকী সংসদে শীতকালিন অধিবেশন শুরু হওয়ার সময় বেশ কিছু সাংসদকে মুখে মাস্ক দিয়ে সংসদে প্রবেশ করতেও দেখা যায়।

ভোটের ফলাফলে কনজারভেটিভেই আস্থা ব্রিটেনবাসীর, পাকাপাকি ভাবে সিলমোহর ব্রেক্সিটে ভোটের ফলাফলে কনজারভেটিভেই আস্থা ব্রিটেনবাসীর, পাকাপাকি ভাবে সিলমোহর ব্রেক্সিটে

English summary
'We request the prime minister and all state governments to declare a national health emergency, enforce existing laws on trash and biomass,' many environmental organisations said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X