For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুগ্রামে টাকা লুঠ করতে S&IB কোম্পানির কর্মীদের ওপর লঙ্কার গুড়ো ছোড়ে দুষ্কৃতীরা

গুরুগ্রামে টাকা লুঠ করতে S&IB কোম্পানির কর্মীদের ওপর লঙ্কার গুড়ো ছোড়ে দুষ্কৃতীরা,

  • |
Google Oneindia Bengali News

দিনের বেলা প্রকাশ্যে টাকা লুঠ করতে লঙ্কার গুড়ো ছোড়ে এক দল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। যদি এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

কখন এমন ঘটনাটি ঘটেছে

কখন এমন ঘটনাটি ঘটেছে


পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ২টো ৪৫ নাগাদ S&IB কোম্পানির কর্মীরা সুভাষচকের কাছে সোহানা রোডে একটি মারুতি শোরুমে যাচ্ছিলেন। তাঁদের কাছে নগদ টাকাও ছিল। টাকার পরিমাণ ছিল এক কোটি। কোম্পানির এক কর্মচারী গাড়ি থেকে নেমে শোরুমে ঢোকেন। আর যে ভ্যান গাড়িতে তাঁরা এদেছিলেন, সেটি বাইরেই রাখা ছিল। কর্মীর নাম অখিলেশ।

কীভাবে দুষ্কৃতী টাকা লুঠ করলেন

কীভাবে দুষ্কৃতী টাকা লুঠ করলেন

জানা গিয়েছে, সেই সময় ভ্যানে ছিলেন ভ্যান চালক রঞ্জিত ও গার্ড ভিপিন। এই সময় তিন দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে সেখানে আসেন। তাঁরা নগদ টাকাটি নেওয়ার জন্য চালক ও গার্ডের চোখে লাল লঙ্কার গুড়ো ছুড়ে মারেন। এবং তাঁদের কাছ থেকে এক কোটি টাকা ব্যাগ নিয়ে পালিয়ে যান।

পুলিশ কী জানালেন

পুলিশ কী জানালেন

পুলিশ আরও জানান, ঘটনাস্থলে সিসি টিভি ফুটেজ ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। কিন্তু প্রশ্ন হল, তাঁদের কাছে নগদ টাকা আছে তা কীভাবে জানল দুষ্কৃতীরা। যদিও ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি। তবে, পুলিশ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। যারা এই কাজে যুক্ত তাঁরা ধরা পরলেই শাস্তি পাবেই।

 ভিপিন পুলিশকে কী জানান

ভিপিন পুলিশকে কী জানান

পুলিশকে ভিপিন জানিয়েছেন, এক কোটি টাকার বেশি ছিল ভ্যানে। যা সেক্টর ৫৩-এর একটি HDFC ব্যাঙ্কের জমা দেওয়ার কথা ছিল।

 এসিপি কী জানালেন

এসিপি কী জানালেন

এই ঘটনার জন্য এসিপি আমন যাদব বলেন, আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। যারা যারা এই ঘটনায় যুক্ত তাঁরা শাস্তি পাবেন।

আবারও সংক্রমণ উর্ধ্বমুখী, কেরল সরকারকে দৈনিক কোভিড কেস আপডেট করতে বলল কেন্দ্রআবারও সংক্রমণ উর্ধ্বমুখী, কেরল সরকারকে দৈনিক কোভিড কেস আপডেট করতে বলল কেন্দ্র

English summary
employees of sib company to loot gurugram armed men throw chilli powder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X