For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সন্তানের প্রাণ বাঁচানোয় উদ্ধারকারীদের ধন্যবাদ মা হাতির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

কাদায় ভরা একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল বাচ্চা হাতিটি। প্রথমে শুড় দিয়ে টেনে তোলার চেষ্টা করে মা হাতি। কিন্তু কিছুতেই সেটা করতে পারছিল না হাতিটি।

Google Oneindia Bengali News

কাদায় ভরা একটি গর্তের মধ্যে পড়ে গিয়েছিল বাচ্চা হাতিটি। প্রথমে শুঁড় দিয়ে টেনে তোলার চেষ্টা করে মা হাতি। কিন্তু কিছুতেই সেটা করতে পারছিল না হাতিটি। অনেকটা অসহায় ভাবেই সেখানে ঘোরাফেরা করছিল সে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে ছোট্ট হাতিটিকে গর্ত থেকে টেনে তুলে আনেন। তারপরের কাণ্ডটা স্মরণীয় হয়ে রয়েছে বনকর্মীদের কাছেও। মা হাতি ছুটে এসে উদ্ধারকারীদের ধন্যবাদ জানায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি।

সন্তানের প্রাণ বাঁচানোয় উদ্ধারকারীদের ধন্যবাদ মা হাতির, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

কয়েকদিন আগে বনদফতরের আধিকারিক প্রবীণ কাশওয়ান ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করেছিলেন। প্রায় ৬.১ লাখ বার ভিডিওটি ভিউ হয়েছে। হোয়াটস অ্যাপ মারফত ভিডিটি তিনি পেয়েছিলেন বলে জানিয়েছেন। ভিডিওটি নিজের টুইটারে শেয়ার করে বন দফতরের আধিকারিক লিখেছিলেন, মানুষের মতোই ভাবনা চিন্তা করে হাতিরা।

ভিডিওটিতে দেখা গিয়েছে একটি গভীর গর্তের মধ্যে পড়ে ছোট্ট হাতিটি ওঠার চেষ্টা করছে। মা হাতি ছোট্ট হাতিটিকে টেনে তোলার চেষ্টা করেও যখন পারলেন না তখন পথ ছেড়ে দিলেন এলাকার বাসিন্দাদের উপর। স্থানীয়রা হাতিটিকে উদ্ধার করেন। তার জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ জানাতে ভোলেনি মা হাতিটি।

পাঁচ জনকে নিকেশ করে অসমের জঙ্গলে ধরা পড়ল ‌'‌লাদেন'‌পাঁচ জনকে নিকেশ করে অসমের জঙ্গলে ধরা পড়ল ‌'‌লাদেন'‌

English summary
Elephant Thanks to the rescuers for saving the life of her calf, Vedio viral in social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X