
শুরু কংগ্রেস সভাপতি নির্বাচন, কীভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোট দেবেন কংগ্রেস নেতারা? জেনে নিন
গান্ধী পরিবারের ছত্রছায়া থেকে বেরোতে চাইছে কংগ্রেস। গান্ধী পরিবারও কোথাও গিয়ে সেই দায়িত্ব ছাড়তে চাইছে। সেই লক্ষ্যে আজ শুরু হয়েছে ভোট। লড়াই হচ্ছে শশী থারুর ও মল্লিকার্জুন খাড়্গের মধ্যে। ন'হাজার প্রতিনিধি আজ সোমবার ভোট দিয়ে নির্বাচিত করবেন কংগ্রেসের নতুন সভাপতিকে। তাঁরা ভোট দেবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। রাহুল গান্ধীও ভোট দেবেন। 'ভারত জোড়ো' যাত্রায় রয়েছেন তিনি। সেখান থেকেই তিনি আজ ভোট দেবেন। ১৯ অক্টোবর ফল ঘোষণা হবে।

ভোট কেন্দ্র
ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। নির্দিষ্ট রাজ্যের প্রতিনিধিরা সেই ভোট কেন্দ্রে গিয়ে টিক মার্ক দিয়ে ভোট দিয়ে আসবেন। ভালো ও সুষ্ঠু ভোটের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। ভারতের ৪০টি ভোট কেন্দ্রে ৬৮টি বুথ রয়েছে। সেখানেই সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত হবে ভোট। ৯৮০০ জন শশী থারুর ও মল্লিকার্জুন খারগের মধ্যে যে কোনও একজনকে বেছে নেবেন।

নামের পাশে টিক চিহ্ন
যাকে তারা বেছে নেবেন তার নামের পাশে রাইট চিহ্ন দেবেন। তালিকায় থারুরের নাম আগেব থাকবে বলে জানা গিয়েছে। ভোট দেওয়া হয়ে গেলে ১৮ অক্টোবর ব্যালট বক্স এসে পৌঁছে যাবে দিল্লিতে। ১৯ তারিখ হবে গণনা। এআইসিসি'র জন্য একটি ভোট কেন্দ্র তৈরি হয়েছে দিল্লিতে। সেখানে ৫০ জন ভোট দেবেন।

ভোট দেবে গান্ধী পরিবার
দলের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের দিল্লির প্রধান কার্যালয়ে গিয়ে ভোট দেবেন। রাহুল গান্ধী আছে ভারত জোড়ো যাত্রায়। তিনি থাকবেন কর্ণাটকের সঙ্গনাকাল্লুতে। সেখানে তার সঙ্গে আছেন ৪০ য পিসিসি মেম্বার। তারাও ভোট দেবেন। ২৮০জন দিল্লির কংগ্রেস পার্টি অফিস থেকে ভোট দেবেন। মনমোহন সিং সহ ৭৫ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যরা দিল্লিতে কংগ্রেসের মূল অফিস থেকে ভোট দেবেন।

লড়াই মল্লিকার্জুন খাগড়গে ও শশী থারুরের মধ্যে
কংগ্রেসের আজকে সভাপতি নির্বাচন। কংগ্রেসের দুই প্রবীণ নেতা মল্লিকার্জুন খাগড়গে ও শশী থারুর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কংগ্রেসের সভাপতি নির্বাচনে গান্ধী পরিবারের কেউ অংশগ্রহণ করছেন না। ২৪ বছরের বেশি সময় পর গান্ধী পরিবারের বাইরে কংগ্রেসের কোনও নেতা দলের সভাপতি হবেন। সকাল ১০টা থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ১৯ অক্টোবর কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। কংগ্রেসের সভাপতি নির্বাচনে সারা দেশে ভোটকেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। সকাল ১০টা থেকে কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। ৯০০০ বেশি প্রদেশ কংগ্রেস কমিটি (পিসিসি) প্রতিনিধি এই সভাপতি নির্বাচনের ভোটে অংশগ্রহণ করবে।
চাপে ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী লিজ ট্রাস, আনা হতে পারে অনাস্থা প্রস্তাব