For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএম কারচুপি ইস্যুতে এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

সাইবার বিশেষজ্ঞ সৈয়দ সূজার বিরুদ্ধে এদিন কমিশন পুলিশে অভিযোগ দায়ের করেছে।

  • |
Google Oneindia Bengali News

ইভিএম কারচুপি নিয়ে সোমবার লন্ডনে এক সাংবাদিক সম্মেলন হয়। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজেকে ইভিএম বিশেষজ্ঞ বলে দাবি করা সৈয়দ সূজা নামে এক ব্যক্তি দাবি করেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচন পুরোটাই রিগিং হয়েছে। অর্থাৎ তাঁর দাবি, বিজেপি রিগিং করে ইভিএম বিভ্রাট করে ক্ষমতায় এসেছে। ২০১৪ লোকসভা নির্বাচনের আগে ইভিএম তৈরির যে দল ছিল, তিনি তার সদস্য ছিলেন বলেও ভদ্রলোক দাবি করেন।

ইভিএম কারচুপি ইস্যুতে এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

এই ঘটনার পরে ভারতের নির্বাচন কমিশন মুখ খুলে জানায়, লন্ডনে একটি ইভিএম নিয়ে ইভেন্ট হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ইভিএম কারচুপি করা সম্ভব। এই ইভিএমগুলি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অ্যান্ড ইলেকট্রনিক্স কর্পোরেশনে কড়া নিরাপত্তায় তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির নেতৃত্বে তা পর্যবেক্ষণ করা হয়েছে। ফলে কমিশন দাবি করে, কোনওভাবেই নতুন উচ্চক্ষমতা সম্পন্ন ইভিএমে কারচুপি সম্ভব নয়।

[আরও পড়ুন:'বেটি বাঁচাও বেটি পড়াও' এর অর্ধেকের বেশি টাকা খরচ হয়েছে প্রচারে, রিপোর্ট পেশ সংসদে ][আরও পড়ুন:'বেটি বাঁচাও বেটি পড়াও' এর অর্ধেকের বেশি টাকা খরচ হয়েছে প্রচারে, রিপোর্ট পেশ সংসদে ]

পাশাপাশি অভিযোগকারী সাইবার বিশেষজ্ঞ সৈয়দ সূজার বিরুদ্ধে পদক্ষেপের কথাও জানায়। সেইমতো এদিন কমিশন পুলিশে অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি ভারতের ইলেকট্রনিক্স কর্পোরেশন অব ইন্ডিয়া লিমিটেডে তিনি কাজ করেছেন বলেও সৈয়দ দাবি করেছিলেন। এই প্রসঙ্গে এই সংস্থা জানিয়েছে, সূজা তাদের কর্মী ছিলেন না। কমিশনের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করেছে। তিনি ভারতীয় হলেও বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। এখন দেখার কমিশন কীভাবে তাঁর নাগাল পায়।

[আরও পড়ুন: ইভিএম কারচুপি নিয়ে বিজেপির আক্রমণ, জবাব দিল কংগ্রেসও ][আরও পড়ুন: ইভিএম কারচুপি নিয়ে বিজেপির আক্রমণ, জবাব দিল কংগ্রেসও ]

[আরও পড়ুন: 'বিজেপি পাগল হয়ে গেছে'! অমিত শাহের সভাকে কটাক্ষ তৃণমূলের ][আরও পড়ুন: 'বিজেপি পাগল হয়ে গেছে'! অমিত শাহের সভাকে কটাক্ষ তৃণমূলের ]

English summary
Election Commission files police case against Syed Shuja who claimed EVMs can be hacked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X