For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রন আশঙ্কার মধ্যেই ৫ রাজ্যে বিধানসভা ভোট! কবে হবে নির্বাচন, ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের

দেশের করোনা (Coronavirus) পরিস্থিতি নির্বাচনের (election) পক্ষে বাধা হয়ে দাঁড়াবে না। এদিন উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনৌতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commission

  • |
Google Oneindia Bengali News

দেশের করোনা (Coronavirus) পরিস্থিতি নির্বাচনের (election) পক্ষে বাধা হয়ে দাঁড়াবে না। এদিন উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনৌতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী কমিশনার (Chief Election Commissioner) সুশীল চন্দ্র (Sushil Chandra)। তিনি এব্যাপারে যাবতীয় জল্পনাও উড়িয়ে দিয়ে বলেছেন, নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে। সবকটি রাজনৈতিক দলই সময়েই নির্বাচন চায় বলে জানিয়েছেন তিনি।

ভোট পিছনোর জল্পনা ওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার

ভোট পিছনোর জল্পনা ওড়ালেন মুখ্য নির্বাচন কমিশনার

করোনা পরিস্থিতিতে ভোট করানোর পরিস্থিতিতে আধিকারিকদের নিয়ে তিন দিনের উত্তর প্রদেশ সফর সেরেছেন মুখ্য নির্বাচনী কমিশনার সুশীল চন্দ্র। তিন দিনের সফর শেষে এদিন তিনি লখনৌতে করা সাংবাদিক সম্মেলনে সব জল্পনা উড়িয়ে বলেছেন, ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন সঠিক সময়েই হবে। নির্বাচনী প্রক্রিয়ার কোনও দেরি করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গ সারা দেশেই ওমিক্রন সংক্রমণ বাড়তে থাকায় সময়ে ভোট নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। পরিস্থিতির পর্যালোচনা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের পাশাপাশি রাজ্যগুলির স্বাস্থ্যসচিবের সঙ্গেও নির্বাচন কমিশন যোগাযোগ রেখে চলেছে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। তিনি এদিন আরও জানিয়েছেন, যে সময় কিংবা যে দিন নির্বাচনের দিন ঘোষণা করা হবে, সেই সময়কার পরিস্থিতি অনুযায়ী নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছেন তিনি।

কোভিড বিধি মেনেই ভোট

কোভিড বিধি মেনেই ভোট

মুখ্য নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন, সবরকমের কোভিড বিধি মেনেই ভোট নেওয়া হবে। রাজনৈতিক দলগুলির তরফে কোভিড বিধি মেনে যথা সময়ে ভোটের দাবিই জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে কারণে প্রতি বুথে যেমন ভোটারের সংখ্যা ১৫০০ থেকে কমিয়ে ১২৫০ করা হচ্ছে, অন্যদিকে, ভোটগ্রহণের সময়সীমাও একঘন্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। সকাল আটটা থেকে বিকেল ৫ টার পরিবর্তে ভোট নেওয়া হবে সন্ধে ছটা পর্যন্ত। যেসব সরকারি কর্মী ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন, তাঁরা ১০০ শতাংশ টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। অন্যদিকে রাজ্যগুলির তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, নির্বাচন হওয়ার আগে ওই রাজ্যগুলিতেও টিকাকরণের সংখ্যাও বাড়ানো হবে।

থাকবে ভিভিপ্যাট এবং লাইভ ওয়েব কাস্টিং-এর বন্দোবস্ত

থাকবে ভিভিপ্যাট এবং লাইভ ওয়েব কাস্টিং-এর বন্দোবস্ত

মুখ্য নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন সব বুথেই ভিভিপ্যাটের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি প্রায় ১ লক্ষ বুথে লাইভ ওয়েবকাস্টিং-এর বন্দোবস্ত রাখা হচ্ছে। এছাড়াও যাঁদের বয়স ৮০ বছরের বেশি, তাঁদের দরজায় নির্বাচন কমিশন পৌঁছে যাবে। এছাড়াও শারীরিক অক্ষমতার কারণে যাঁরা ভোটদান কেন্দ্রে যেতে পারবেন না, তাঁদের জন্যও একই বন্দোবস্ত করা হবে।
এদিনে সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী অধিকারিক, উত্তর প্রদেশে ভোটের শতাংশে হ্রাসের কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, যেখানে ২০১৭-র বিধানসভা ভোটে ৬১ শতাংশ মানুষ ভোট দিয়েছিলেন, সেখানে ২০১৯-এর লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন ৫৯ শতাংশ মানুষ।

ফেব্রুয়ারিতেই ৫ রাজ্যে নির্বাচন হওয়ার কথা

ফেব্রুয়ারিতেই ৫ রাজ্যে নির্বাচন হওয়ার কথা

উত্তর প্রদেশ-সহ পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারিতে। উত্তর প্রদেশ ছাড়াও বাকি যে চার রাজ্যে নির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মনিপুর। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, সব কটি রাজনৈতিক দলই নির্দিষ্ট সময়েই নির্বাচন চায়। সেই অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ৫ জানুয়ারি রাজ্যগুলির চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ, বাংলায় তৃতীয় ঢেউ! একসপ্তাহের মধ্যে দিনে ৩০ হাজার আক্রান্ত হওয়ার আশঙ্কাকলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ, বাংলায় তৃতীয় ঢেউ! একসপ্তাহের মধ্যে দিনে ৩০ হাজার আক্রান্ত হওয়ার আশঙ্কা

English summary
Election Commission announces no delay in election dates of five states assembly election including UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X