For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোয়া, হিমাচল আর উত্তরপূর্বের রাজ্যে সবচেয়ে নিরাপদ মেয়েরা, বলছে রিপোর্ট

গোয়া, হিমাচল আর উত্তরপূর্বের রাজ্যে সবচেয়ে নিরাপদ মেয়েরা, বলছে রিপোর্ট

Google Oneindia Bengali News

অবিশ্বাস্য হলেও সত্যি। গোয়ার মতো পর্যটন রাজ্যে মেয়েদের বিরুদ্ধে অপরাধ নেই বললেই চলে। এই তালিকায় রয়েছে ভারতের আরও আট রাজ্য। অধিকাংশই উত্তর-পূর্বের। সিকিম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা। রয়েছে হিমাচল প্রদেশও।

গোয়া, হিমাচল আর উত্তরপূর্বের রাজ্যে সবচেয়ে নিরাপদ মেয়েরা, বলছে রিপোর্ট

এনসিবিআর রিপোর্ট বলছে এই আট রাজ্যে মেয়েদের বিরুদ্ধে অপরাধের পরিসংখ্যান মাত্র দু ডিজিটের সংখ্যা। যাকে নগন্য বললে ভুল হবে না। যদিও এর অন্যতম কারণ দেখলে গেলে অধিকাংশ পার্বত্য এলাকাই মাতৃতান্ত্রিক সমাজে ব্যবস্থায় চলে। সেকারণে মেয়েরা অনেক বেশি সচেতন। অন্যদিকে গোয়ায় শিক্ষার হার বেশি হওয়ার কারণে মেয়েদের বিরুদ্ধে অপরাধ অনেকটাই কম।

এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে মেয়েদের বিরুদ্ধে অপরাধ প্রবণতায় এগিয়ে চণ্ডীগড়। কেন সেটা বলাই বাহুল্য। চণ্ডীগড়ে মেয়েদের বিরুদ্ধে অপরাধ ৪৫৩। এর পরেই রয়েছে পদুচেরী এখানে মেয়েদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা ১৪৭। তারপরেই রয়েছে আন্দামান ও নিকোবর। এখানে মেয়েদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা ১৩২। চতুর্থ স্থানে দমন দিউ(২৬)। আর দাদরা নগর হাভেলি(২০)। লাক্ষাদ্বীপে সেখানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা মাত্র

English summary
Eight states in India decline crime against women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X