For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাজার হাজার কোটির আর্থিক প্রতারণার অভিযোগ, ইডির জালে জেট এয়ারওয়েজের কর্তা

জেট এয়ারওয়েজ কর্তা নরেশ গোয়েলকে আটক করল ইডি। বুধবার গভীর রাত পর্যন্ত বালার্ড এস্টেট অফিসে তাঁকে জেরা করেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযাযী, গাড়িতে করে বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়।

  • |
Google Oneindia Bengali News

জেট এয়ারওয়েজ কর্তা নরেশ গোয়েলকে আটক করল ইডি। বুধবার গভীর রাত পর্যন্ত বালার্ড এস্টেট অফিসে তাঁকে জেরা করেন ইডির আধিকারিকরা। সূত্রের খবর অনুযাযী, গাড়িতে করে বাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয়। ইডির তরফ থেকে নরেশ গোয়েলের বিরুদ্ধে আার্থিক প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

আর্থিক প্রতারণার অভিযোগ, ইডির জালে জেট এয়ারওয়েজের কর্তা

ইডির তরফ থেকে জেট ও নরেশ গোয়েলের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের মামলা দায়ের করা হয়েছে। গত বারো বছরে জেটের নানা ধরনের আর্থিক চুক্তিও খতিয়ে দেখছে ইডি। এর আগে নরেশ গোয়েলের স্ত্রী ও ছেলেকেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। ১৯ টি ফার্মের সঙ্গে সন্দেহজনক লেনদেনের হদিশ ইডি পেয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ১৪ টি সংস্থা ভারতে রয়েছে। বাকি ৫ টি রয়েছে বাইরের দেশে।

সূত্রের খবর অনুযায়ী বিমান কোম্পানির জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে ধার নেওয়া প্রায় আট হাজার কোটি টাকা ভুয়ো লেনদেন দেখিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। জেটকে দেউলিয়া ঘোষণার দাবি করে ন্যাশনাল ল ট্রাইবুনালে গিয়েছে এসবিআই।

English summary
ED detains Jet Airways founder Naresh Goyal after long hours of questioning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X