For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধুলি ঝড়ে বিধ্বস্ত রাজস্থান, বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর প্রদেশ, মৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৭০ জন

বুধবার বিকেলের প্রবল ধুলিঝড়ে বিধ্বস্ত রাজস্থান। সেখানে ইতিমধ্যেই ২৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০০ জন। রাজস্থানের ধোলপুর, আলওয়ার, ভরতপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Google Oneindia Bengali News

বুধবার বিকেলের প্রবল ধুলিঝড়ে বিধ্বস্ত রাজস্থান। রাজস্থান ও উত্তর প্রদেশ মিলিয়ে মৃতের সংখ্যা ২৭ থেকে বেড়ে দাঁড়াল ৭০ জনে। আহত হয়েছেন ১০০ জন। রাজস্থানের ধোলপুর, আলওয়ার, ভরতপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গোটা রাজ্যের প্রায় ১০০ টি গাছ উপড়ে গিয়েছে। পরিস্থিতি সামালা দিতে রীতিমত বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। এদিকে, উত্তর প্রদেশেও ঝড়ের তাণ্ডবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন।

ধুলি ঝড়ে বিধ্বস্ত রাজস্থান , মৃত ২৭ , আহত ১০০

[আরও পড়ুন: 'হিন্দুত্বের ক্ষতি করেছে বিজেপি-আরএসএস', সমালোচনায় আরও যা বললেন শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী][আরও পড়ুন: 'হিন্দুত্বের ক্ষতি করেছে বিজেপি-আরএসএস', সমালোচনায় আরও যা বললেন শঙ্করাচার্য স্বরূপানন্দ সরস্বতী]

অন্য়দিকে, রাজস্থানের জয়পুরও এদিন প্রবল ধুলিঝড়ের সাক্ষী ছিল। জয়পুরের বিভিন্ন এলাকা এই ধুলিঝড়ের প্রকোপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভরতপুরে ঝড়ের প্রভাবে মারা গিয়েছেন ৯ জন। আলওয়ারে ৩ জনের মৃত্যুর খবর এসেছে। বুধবার সন্ধ্যে থেকে ধুলি ঝড়ের প্রবল তাণ্ডবে রীতিমস্ত ক্ষতিগ্রস্ত এই রাজ্য। রাজ্যের কারাউলি এলাকাতে একটি বাড়ি ধসে পড়া ঘিরে বেশ সমস্যা তৈরি হয়েছে । বহু জায়গায় পড়ে গিয়েছে ইলেকট্রিসিটি পোল। ঝুনঝুনুতে বাড়ির ভিতর চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। ১২ বছরের এক বালিকার মাথার ওপর লোহার পাত পড়ে মৃত্যু হয় আলওয়ারেই ।

এদিকে, আলওয়ারে ২৫ বছরের এক এক যুবকের ওপর গাছ পড়ে গেলে , তিনি গুরুতর আহত হন। প্রকৃতির তাণ্ডব লীলায় গতকাল প্রায় ২০ জনের আহত হওয়ার খবর এসেছে কেবলমাত্র আলওয়ার থেকেই । আহতদের রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি কার হয়েছে। হাতপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি হওয়ার পরই প্রায় ৫ জন মারা যান সেখানে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে প্রশাসন।

[আরও পড়ুন:তথ্য ফাঁসের ভয়! এমনই পদক্ষেপ ইপিএফও-র][আরও পড়ুন:তথ্য ফাঁসের ভয়! এমনই পদক্ষেপ ইপিএফও-র]

English summary
dust storm wreaks havoc in Rjasthan kills 24 hurts 100.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X