For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযোধ্যার রাম মন্দির নির্মাণ ক্ষেত্রে খননকালে উঠল শিবলিঙ্গ, দেবদেবীর মূর্তি

অযোধ্যার রাম মন্দির নির্মাণ ক্ষেত্রে খননকালে উঠল শিবলিঙ্গ, দেবদেবীর মূর্তি

  • |
Google Oneindia Bengali News

রাজনৈতিক টানাপোড়েন ও ধর্মীয় গোঁড়ামির রোষানলে পড়ে ১৯৯২ সালেই ধ্বংস হয় অযোধ্যার বাবরি মসজিদ। এদিকে ভারতের উত্তরাঞ্চলের এই অংশে বহুবছর ধরেই হিন্দু ও মুসলিমদের মধ্যে এই বিষয়ে বিবাদ যারা ছিল। বিতর্কিত এই স্থান নিয়ে হিন্দু মুসলিম দুই পক্ষই সুপ্রিম কোর্টে আবেদন জানায়। অবশেষে, ২০১৯ সালের নভেম্বর মাসে জায়গাটিতে মন্দির তৈরির পক্ষেই চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেই জায়গাতেই নাকি দেখা মিলেছে শিবলিঙ্গ, দেবদেবীর মূর্তি।

রামমন্দির নির্মাণকার্যের সময় মেলে শিবলিঙ্গ, দেবদেবীর মূর্তি

রামমন্দির নির্মাণকার্যের সময় মেলে শিবলিঙ্গ, দেবদেবীর মূর্তি

গত ১১ মে থেকে অযোধ্যায় খননকার্য শুরু হয়েছে। সেই স্থানেই মিলেছে একাধিক পুরোনো দেবদেবীর মূর্তি, শিবলিঙ্গ। এমনটাই দাবী করছে বিশ্ব হিন্দু পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনসল জানান, খননকার্যের সময় সেখানে শিবলিঙ্গ সহ পাথরের তৈরি ফুল, কলসীর মতো একাধিক মন্দিরের সামগ্রী মিলেছে।

'অবাক হইনি', প্রতিক্রিয়া বিজেপি সাংসদ সুব্রমনিয়াম স্বামীর

'অবাক হইনি', প্রতিক্রিয়া বিজেপি সাংসদ সুব্রমনিয়াম স্বামীর

অন্যদিকে এই প্রসঙ্গে বিজেপি সাংসদ সুব্রমনিয়াম স্বামী জানান, 'আমার কাছে এই খবর নতুন নয়, আমি অবাক হইনি'। তিনি আরও জানান, "২০০২-২০০৫ সালেও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও অনেক কিছু পেয়েছিল। যদিও তারা যথেষ্ট খনন করেনি। তারা এলাহাবাদ হাইকোর্টকে যে রিপোর্ট দিয়েছিল, তাতে তারা খুব স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছিল যে ওই স্থানে মন্দিরের কাঠামোর ভাঙা ভাঙা টুকরো পাওয়া গেছে।"

 লকডাউনের মাঝেই নির্মাণকার্য শুরু রামমন্দিরের

লকডাউনের মাঝেই নির্মাণকার্য শুরু রামমন্দিরের

এই মাসের প্রথমেই রামমন্দিরের নির্মাণকাজ শুরু করার অনুমতি দেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারপর থেকেই ধীর গতিতে হলেও কাজ চলছে। ইতিমধ্যেই জমি সমান থেকে খনন অনেকটাই এগিয়ে গেছে রামমন্দিরের কাজ।

 ইতিহাসের পাতায় অযোধ্যা বিতর্ক

ইতিহাসের পাতায় অযোধ্যা বিতর্ক

এক দীর্ঘ বিতর্ক জারি ছিল অযোধ্যার এই অঞ্চল নিয়ে। সেখানকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিলেন ধর্মীয় সাম্প্রদায়িক দাঙ্গায়। এরপর এই স্থান নিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হওয়ার পর বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির গড়ে উঠবে এমনটাই জানান সুপ্রিমকোর্ট। পরিবর্তে মসজিদ তৈরির জন্য যোগী সরকারকে ওই জায়গা থেকে কিছু দূরে সমপরিমাণ জমি সুন্নি ওয়াকিফ বোর্ডকে দেওয়ার নির্দেশও দেয় শীর্ষ আদালত। যদিও সেই রায় কতটা নিরপেক্ষ ছিল তা নিয়েও গুঞ্জরন জারি রয়েছে আজও। এদিকে নির্মাণক্ষেত্র থেকে শিবলিঙ্গ মেলায় এই এই গোটা বির্তকেই নতুন রঙ লাগবে বলে মত ওয়াকিবহাল মহলের।

প্রতীকী ছবি

রেশন বণ্টনে অনিয়ম থেকে শিক্ষা নিয়ে খরচ নিয়ে আগেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রীরেশন বণ্টনে অনিয়ম থেকে শিক্ষা নিয়ে খরচ নিয়ে আগেই সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

English summary
Shivling, idol of Goddess in the construction site of Ram Temple in Ayodhya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X