For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসে নজরে প্রধানমন্ত্রীর পোশাক, মোদীর পাগড়িতে তেরঙ্গার ছায়া

স্বাধীনতা দিবসে নজরে প্রধানমন্ত্রীর পোশাক, মোদীর পাগড়িতে তেরঙ্গার ছায়া

Google Oneindia Bengali News

দেশের ৭৬ তম স্বাধীনত দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রতিবারের মতো এবারেও প্রধানমন্ত্রীর পোশাক ছিল নজরকারা। এদিন নরেন্দ্র মোদী সাদা কুর্তা ও নীল জ্যাকেটের সঙ্গে পরেছিলেন সাদা রঙের একটি পাগড়ি। সেখানে সবুজ ও গেরুয়া রঙের উপস্থিতি চোখে পড়ার মতো। ২০১৪ সাল থেকে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ও অন্যান্য বিশেষ অনুষ্ঠানে পাগড়ি পরা প্রধানমন্ত্রী একটি ঐতিহ্যে পরিণত করেছেন। ২০১৪ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নানা ধরনের পাগড়ি পরে নজর কেড়েছেন।

তেরঙ্গা পাগড়িতে প্রধানমন্ত্রী

তেরঙ্গা পাগড়িতে প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা দিবসের ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হর ঘর তেরঙ্গার আহ্বান করেছিলেন। দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর পাগড়িও ছিল তেরঙ্গার আদলে। মোদীর পাগড়ি সাদা রঙের। তার ওপর ছিল গেরুয়া ও সবুজের ছিটে। ঐতিহ্যবাহী কুর্তার সঙ্গে ছিল নীল জ্যাকেট। সোমবার মোদী পরেছিলেন কালো রঙের জুতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবম বারের জন্য লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

নজর কেড়েছে মোদীর উজ্বল রঙের পাগড়ি

নজর কেড়েছে মোদীর উজ্বল রঙের পাগড়ি

২০১৪ সাল থেকে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করছেন প্রধানমন্ত্রী। প্রথম থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুর্তা ও পাজামার সঙ্গে পাগড়ি পরতে দেখা যায়। মূলত স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই ধরনের পোশাকে তাঁকে দেখা যায়। প্রতিবার প্রধানমন্ত্রীকে উজ্জ্বল রঙের বিভিন্ন পাগড়িতে দেখা গিয়েছে। ২০১৪ সালে ১৫ অগস্ট প্রথমবারের জন্য মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় উদ্দেশে ভাষণ দেন। সেই সময় তিনি উজ্জ্বল লাল রঙের যোধপুরী বাঁধেজের পাগড়ি পরেছিলেন। ২০১৫ সালে তিনি হলুদ রঙের ওপর বিভিন্ন রঙের ক্রিশ-ক্রশ নক্সার পাগড়ি পরেছিলেন। ২০১৬ সালে গোলাপি ও হলুদ রঙের একটি পাগড়ি বেছে নিয়েছিলেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রীর পাগড়িতে দেখা গিয়েছিল উজ্বল লাল ও হলুদ রঙের সংমিশ্রন। সেখানে ছিল সোনালি রঙের ক্রিস-ক্রস। ২০১৮ সালে তনি লালকেল্লায় পতাকা উত্তোলনের জন্য গেরুয়া রঙের একটি পাগড়ি পরেছিলেন। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন রঙের পাগড়ি বেছে নিয়েছিলেন। ২০২০ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লম্বা লেজ যুক্ত জাফরান ও ক্রিম রঙের একটি পাগড়ি পরেছিলেন। গত বছর তিনি লম্বা লেজযুক্ত লাল ও জাফরান রঙের একটি পাগরি পরেছিলেন।

লালকেল্লায় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন

লালকেল্লায় প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন

চলতি বছরের স্বাধীনতা দিবস বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই বছর কেন্দ্র স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে একাধিক অনুষ্ঠান ও কর্মসূচি গ্রহণ করেছে। লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রতিরক্ষা সচিব অজয় কুমার। লালকেল্লার প্রাচীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে একাধিক বিষয় উঠে আসে।

independence day : independence day : "নেতাজি - নেহরু- সাভারকাররাই গড়েছেন এই দেশ", স্বাধীনতা সংগ্রামীদের প্রসঙ্গে বললেন মোদী

English summary
During Independence day PM Modi wear white safa with tri colour stripes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X