For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে এক চিলতে 'ম্যাডক্স স্কোয়ার' খুঁজছেন! 'পিবিসিএ'-এর দুর্গাপুজো একদম মিস করবেন না

  • |
Google Oneindia Bengali News

দেদার আড্ডা, চুটিয়ে গান বাজনা, আর শরতের মৃদুমন্দ খোলা হাওয়ায় গা ভাসিয়ে দেওয়া পুজোর ৪ টে দিন.. এমন আনন্দ পাড়ায় পুজোয় মেলে। তবে প্রবাসেও যে বাঙালিয়ানাকে একইভাবে ধরে রাখা যায় ,তা আরও একবার তুলে ধরতে চলেছে 'পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন'। ষষ্ঠী থেকে দশমী এই পুজোয় এলে পেলেও পেয়ে যেতে পারেন কলকাতার চেনা 'ম্যাডস্ক স্কোয়ার' এর গন্ধ! পেয়ে যেতে পারেন পুজোর চেনা মেজাজ।

'পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন' -এর ঠিকানা

'পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন' -এর ঠিকানা

এবার ১৬ বছরে পা দিল 'পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন' -এর পুজো। প্রযুক্তিনগরীতে এই পুজোর ঠিকানা বিএমএ কলেজ, #৬৫২, ডোড্ডানেকুণ্ডি মেইন রোডের প্রগতি লে আউট। সেখানেই আয়োজিত হতে চলেছে এই পুজো। বিএমএ-র মাঠেই 'ম্যাডস্ক স্কোয়ার'এর স্বাদ পেতে পারেন দর্শনার্থীরা। এমনই জানিয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা শৈবাল সরকার।

(ছবি সৌজন্য : পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন)

 পুজোর অনুষ্ঠানের আকর্ষণ

পুজোর অনুষ্ঠানের আকর্ষণ


২০১৯ দুর্গাপুজোয় 'পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন' এর বিশেষ অতিথি হিসাবে ৪ অক্টোবর ষষ্ঠীর দিন উপস্থিত থাকতে চলেছেন বিশিষ্ট অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ৫ অক্টোবর থাকছে 'মণীষা আর্টস ডান্স সেন্টর' এর অনুষ্ঠান। ৬ অক্টোবর স্বয়ম পালের অনুষ্ঠান থাকছে । ৭ অক্টোবর থাকছে 'সুরমা দোহার' এর অনুষ্ঠান।

সন্ধি পুজো থেকে অষ্টমীর অঞ্জলির সময়সূচি

সন্ধি পুজো থেকে অষ্টমীর অঞ্জলির সময়সূচি


পরম্পরা মেনে এখানে এই বছরের পুজোয় ৬ অক্টোবর অষ্টমীর দিন বেলা সাড়ে ১১ টা থেকে শুরু হবে অষ্টমীর পুষ্পাঞ্জলি। সন্ধিপুজো সেদিন দুপুর ১ টা ৫৭ মিনিট থেকে দুপুর ২ টো ৪৫ মিনিট পর্যন্ত হবে। পুজোর অন্যতম উদ্যোক্তা সঞ্জয় সাহা জানিয়েছেন, পরম্পরা মেনে পুজোর আচারের সঙ্গেই এখানে পুজোর ৪ দিন থাকে ভোগের আয়োজন। আর সেই আয়োজনে 'পূর্ব ব্যাঙ্গালোর কালচালার অ্যাসোসিয়েশন' -এর দ্বার থাকে অবারিত।

English summary
Durga Puja 2019:Bengaluru's Poorva Bangalore cultural association celebrates 16th year .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X