For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাসপাতালে ডিসার্জের নিয়মে বদল, উত্তরপ্রদেশে শয্যা সঙ্কটের মাঝেই একলাফে বাড়ল ‘সুস্থ’ রোগীর সংখ্যা

হাসপাতালে ডিসার্জের নিয়মে বদল, উত্তরপ্রদেশে শয্যা সঙ্কটের মাঝেই একলাফে বাড়ল ‘সুস্থ’ রোগীর সংখ্যা

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র, দিল্লির পাশাপাশি একটানা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে উত্তরপ্রদেশে। রেকর্ড সংক্রমণ দেখা গিয়েছে গত ২৪ ঘণ্টায়। গত একদিনে মারণ ভাইরাসের কবলে পড়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ। মারা গিয়েছেন ২২৩ জন। এদিকে হাসপাতালগুলিতে চরমে উঠেছে শয্যা-অক্সিজেন সঙ্কট। এরইমাঝে হাসপাতাল থেকে করোনা রোগীদের ডিসচার্জের নিয়মে বড়সড় রদবদল যোগী সরকার।

বাড়ছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা

বাড়ছে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা

আর এই সিদ্ধান্তের ফলেই গোটা রাজ্যে একলাফে বাড়ল হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনা মুক্ত সার্টিফিকেট নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৩ হাজার ২৩১ জন। যা এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। এদিকে কয়েকদিন আগেই করোনা রোগীগদের মুক্তির ব্যাপারে নয়া নিয়ম জারি করতে দেখা যায় উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদকে।

 কি বলা হয়েছে নয়া নির্দেশিকায়

কি বলা হয়েছে নয়া নির্দেশিকায়

ওই নির্দেশিকায় স্পষ্টতই বলা হয়, চিকিৎসকেরা যদি মনে করেন কোনও করোনা রোগী সুস্থ হয়ে উঠছেন, এমনকী এখন থেকে বাড়ি থাকলে তার আর সমস্যা হবে না তবে তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতে পারে। এই সিদ্ধান্তের ফলেই উত্তরপ্রদেশে একলাফে করোনা আক্রান্ত রোগীদের ছাড়া পাওয়ার ঘটনা অনেকটাই বেড়েছে বলে মনে করা হচ্ছে।

শ্বাসকষ্টের সমস্যাতেই বেশি ভুগছেন আক্রান্তরা, অক্সিজেনের অভাবে ধুঁকছে গোটা কর্ণাটকশ্বাসকষ্টের সমস্যাতেই বেশি ভুগছেন আক্রান্তরা, অক্সিজেনের অভাবে ধুঁকছে গোটা কর্ণাটক

 ৮০ শতাংশ রোগীই হোম আইসোলেশনে

৮০ শতাংশ রোগীই হোম আইসোলেশনে

এদিকে গোটা রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৮৮ হাজার ১৪৪ জন। যার মধ্।এর মধ্যে ৮০ শতাংশ রোগীই রয়েছেন হোম আইসোলেশনে। জন। এদিকে এখনও পর্যন্ত গোটা রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৫১ হাজার ৩১৪ জন। মারা গিয়েছেন ১০ হাজার ৯৫৯ জন। যার জেরে নতুন করে বাড়ছে উদ্বেগ।

একনজরে উত্তরপ্রদেশের করোনা চিত্র

একনজরে উত্তরপ্রদেশের করোনা চিত্র

অন্যদিকে মৃত্যুর নিরিখে গোটা রাজ্যে শীর্ষে রয়েছে লখনৌ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই শহরে মারা গিয়েছেন ৪২ জন। তারপরেই রয়েছে প্রয়াগরাজ। সেখানে মারা গিয়েছেন ১৫ জন। কানপুরে মৃত্যু হয়েছে ১৩ করোনা রোগীর। মৃত্যুর নিরিখে গোটা রাজ্যে শীর্ষে রয়েছে লখনৌ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র এই শহরে মারা গিয়েছেন ৪২ জন। তারপরেই রয়েছে প্রয়াগরাজ। সেখানে মারা গিয়েছেন ১৫ জন। কানপুরে মৃত্যু হয়েছে ১৩ করোনা রোগীর। প্রয়াগরাজে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৪৬৮ জন, মোরাদাবাদে ১৩৫১ জন। এমনটাই বলছে সরকারি পরিসংখ্যান।

English summary
Hospital discharge rules change, number of 'healthy' patients rises sharply amid Uttar Pradesh bed crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X