For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাধারণ মানুষের জন্যই বাজেট, সমস্যা ফটকাবাজ আর বিরোধী নেতাদের, জানালেন দিলীপ

সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। সরকার চায় সাধারণ মানুষের হাতে পয়সা থাকুক। বাজেটের গতিও সেদিতে আছে। সাধারণ মানুষের হাতে টাকা আসবে, সাধারণ মানুষ খরচা করবে।

  • |
Google Oneindia Bengali News

সাধারণ মানুষের জন্য বহু প্রকল্প আনছে কেন্দ্রীয় সরকার। সরকার চায় সাধারণ মানুষের হাতে পয়সা থাকুক। বাজেটের গতিও সেদিতে আছে। সাধারণ মানুষের হাতে টাকা আসবে, সাধারণ মানুষ খরচা করবে। মোট কথা এই বাজেটকে সম্পূর্ণ জনমুখী ও মধ্যবিত্তদের বাজেট বলে ব্যাখ্যা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সাধারণের বাজেটে সমস্যা ফটকাবাজ আর বিরোধীদের, মত দিলীপের

তিনি বলেন, সাধারণ মানুষ যাতে এইসব প্রকল্প থেকে লাভ পায়, সেদিকে চেয়েই এই বাজেট করা হয়েছে। সাধারণ মানুষ যাতে ছাড় পায়, সেদিকটিও বিশেষভাবে দেখা হয়েছে। মহিলাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্সের উপর ছাড় দেওয়া হয়েছে। সাধারণ ট্যাক্সপ্রেয়াররা ৭৫ হাজার থেকে এক লাখ টাকা ছাড় পাবে।

তাঁর কথায়, সাধারণ মানুষ যখন ছাড় পাবেন, স্বাভাবিকভাবেই তাঁরা মার্কেটে যাবেন, কেনাকাটা করবেন। মার্কেটে টাকা রোল হবে এবং ইকোনমি শক্তিশালী হবে। এতদিন বলা হচ্ছিল ইকোনমিক ডামাডোল চলছে, ভেঙে পড়েছে অর্থব্যবস্থা। তারপরও তো ৪০ হাজারের উপরে সেনসেক্স যাচ্ছে। দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের কোনও সমস্যা হচ্ছে না। সমস্যা হচ্ছে ফটকাবাজদের আর বিরোধী নেতাদের।

English summary
Dilip Ghosh reacts on Union Budget and attacks Oppositions. He says it is budget for Middle class.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X