For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী 'নতুন ভারতের জনক', গান্ধীজির সঙ্গে নরেন্দ্রকেও একাসনে বসালেন ফড়নবীশ জায়া

বিরোধীদের হাতে আবারও নতুন অস্ত্র তুলে দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রী অমরুতা ফড়ণবীশ। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতির জনক বলে সম্বোধন করেছেন তিনি। পেশায় ব্যাঙ্ক কর্মী

  • |
Google Oneindia Bengali News

বিরোধীদের হাতে আবারও নতুন অস্ত্র তুলে দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর স্ত্রী অমরুতা ফড়ণবীশ। একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতির জনক বলে সম্বোধন করেছেন তিনি। পেশায় ব্যাঙ্ক কর্মী এবং সঙ্গীত শিল্পী অমরুতা দাবি করেছেন, নতুন ভারতের জনক নরেন্দ্র মোদী।

গান্ধীজির সঙ্গে নরেন্দ্রকেও একাসনে বসালেন ফড়নবীশ জায়া

তবে আগে জাতির জনক মহাত্মা গান্ধী ছিলেন বলেও মন্তব্য করেছেন ফড়ণবীশ জায়া। তবে এই প্রথমবার নরেন্দ্র মোদীকে রাষ্ট্রপিতা বলে উল্লেখ করলেন না তিনি। গত বছরও একই সম্বিধন করে বিতর্কের মধ্যে পড়ে ছিলেন অমরুতা।

আজ বুধবার এক অনুষ্ঠানে সেই প্রসঙ্গ তুলেই প্রশ্ন করা হয় তাঁকে। প্রশ্নটা ছিল মোদী রাষ্ট্রপিতা হলে মহাত্মা গান্ধী কে? জবাবে ফড়ণবীশ পত্নী বলেন, মহাত্মা গান্ধী জাতির জনক। মোদী নতুন ভারতের জনক। আমাদের দুজন রাষ্ট্রপিতা আছে বলেও মন্তব্য করেন অমরুতা ফড়ণবীশ। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা যশমতী ঠাকুর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন।

শুধু তাই নয়, অমরুতা ফড়ণবীশকেও তীব্র আক্রমণ শানিয়েছেন। কংগ্রেস নেতা বলেন, বিজেপি এবং আরএসএসের আদর্শে যারা বিশ্বাসী তাঁরা বারবার গান্ধীজিকে মেরে ফেলতে চান। এমনকি তাঁরা দিনের পর দিন মিথ্যা কথা বলে গান্ধীজির অপমান করে ইতিহাস বদলে ফেলতে চান বলেও আক্রমণ কংগ্রেস নেতার।

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি সম্প্রতি ছত্রপতি শিবাজীকে নিয়ে বেফাঁস মন্তব্য করেন। যা নিয়ে তীব্র বিতর্কের মধ্যে পড়েন। আর সেই রেশ কাটতে না কাটতেই এবার অমরুতা ফড়ণবীশের এহেন মন্তব্য। আর তা সামনেই আসতেই তীব্র বিতর্ক। যদিও রাজ্যপাল বিরোধীদের আক্রমণের মধ্যে পড়ে নিজের মন্তব্যে ক্ষমা চেয়েছেন।

শুধু তাই নয়, অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। যেখানে মহারাষ্ট্রের রাজ্যপাল দাবি করেছেন, ছত্রপতি শিবাজিকে আক্রমণ করার কথা তিনি ভাবতেও পারেন না। চিঠিতে তিনি আরও লিখেছেন, ছত্রপতি মহারাজের মতো ব্যক্তিত্বকে স্বপ্নেও অপমান করতে পারি না। এমনকি মহারাষ্ট্রের রাজ্যপাল পদ থেকে তিনি ইস্তফা দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি।

উল্লেখ্য, রাজ্যপাল বলে ছিলেন, শিবাজি মহারাজ আদর্শ তৈরি করেছিলেন। পরবর্তী সময়ে ভীমরাও অম্বেডকর। আর বর্তমান সময়ে নিতিন গডকরী বলে মন্তব্য করেন ভগৎ সিংহ কোশিয়ারি। আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত।

আর এর মধ্যেই এবার খোদ সে রাজ্যের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের স্ত্রী অমরুতা ফড়ণবীশের বক্তব্য ঘিরে যাবতীয় বিতর্ক।

English summary
Devendra fadnavis's wife Amruta fadnavis says, Narendra Modi is the Rashtra pita of new India, raises controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X