For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আত্মনির্ভরতার পথে আরও একধাপ ভারতের! IIT Madras-এ সফল ৫জি কল করলেন মন্ত্রী

দেশের প্রথম ৫জি (5g) অডিও ভিডিও সফল ভাবে পরীক্ষা করা হল। তাতে অংশ নিলেন দেশের যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishvbav)। আইআইটি মাদ্রাজ (IIT Madras) এই প্রযুক্তির উদ্ভাবক। কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি ব্যাখ্য

Google Oneindia Bengali News

দেশের প্রথম ৫জি (5g) অডিও ভিডিও সফল ভাবে পরীক্ষা করা হল। তাতে অংশ নিলেন দেশের যোগাযোগমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishvbav)। আইআইটি মাদ্রাজ (IIT Madras) এই প্রযুক্তির উদ্ভাবক। কেন্দ্রীয় মন্ত্রী বিষয়টি ব্যাখ্যা করে জানিয়েছেন পুরো নেটওয়ার্তটি ভারতে ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় মন্ত্রীর পোস্ট

যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়ায় ৫জি কল পরীক্ষার ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন আইআইটি মাদ্রাজ-এ ৫জি কল সফলভাবে পরীক্ষা করা হয়েছে। সম্পূর্ণ এন্ড টু এন্ড নেটওয়ার্ক ভারতে ডিজাইন ও ডেভেলপ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

বিশ্ব জয় করতে হবে

বিশ্ব জয় করতে হবে

অশ্বিনী বৈষ্ণব বলেছেন এটি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টিভঙ্গির উপলব্ধি। তাঁর দৃষ্টিভঙ্গি হল আমাদের নিজেস্ব ৪জি, ৫জি প্রযুক্তি তৈরি করা। শুধু দেশের জন্যই নয়, বিশ্বের জন্যও তৈরি করা। ভারতের এই প্রযুক্তি দিয়ে বিশ্ব জয় করতে হবে বলেও মন্তব্যে করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৫ জি স্পেকট্রাম নিলাম প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য টেলিযোগাযোগ মন্ত্রক প্রস্তাবটি রাখতে পারে।

বছরের শেষে ৫জি পরিষেবা

বছরের শেষে ৫জি পরিষেবা

এবছরের শেষের দিকে দেশে প্রত্যাশিত ৫ জি পরিষেবার পাশাপাশি নতুন অঞ্চলে নতুন ধরনের পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে। ট্রাইয়ের চেয়ারম্যান পিডি বাঘেলা বলেছেন, ডিজিটাল প্রযুক্তি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি এবং অন্য বিভিন্ন ক্ষেত্রে পরিষেবায় পরিবর্তন আনতে চলেছে। এই ক্ষেত্রে তিনি নীতি প্রণয়নের জন্য বিভিন্ন সেক্টরের মধ্যে একটি সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

৫জি টেস্ট বেডের উদ্বোধন করেছিলেন মোদী

৫জি টেস্ট বেডের উদ্বোধন করেছিলেন মোদী

উল্লেখ করা যেতে পারে এমাসের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইআইটি মাদ্রাজে দেশের প্রথম ৫জি টেস্টবেডের উদ্বোধন করেছিলেন। যেখানে স্টার্টআপ এবং শিল্পের সঙ্গে যুক্তরা তাদের পণ্যের পরীক্ষা ও যাচাই করতে পারবেন। যার জেরে বিদেশের ওপরে নির্ভরতাও কমবে।

এবার কলকাতার পুরসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে প্রাক্তন মেয়রকেএবার কলকাতার পুরসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ! জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হতে পারে প্রাক্তন মেয়রকে

English summary
Developed by IIT Madras, Communication minister Ashwini Vaishnav tests India's first 5g call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X