For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাড্ডাহাড্ডি লড়েও ছত্তিশগড় পেল না কংগ্রেস, ক্ষমতায় সেই রমন সিং

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ছত্তিশগড়
রায়পুর, ৮ ডিসেম্বর: সকাল থেকে সন্ধে পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করল কংগ্রেস। কিন্তু, শেষ পর্যন্ত পিছলে গেল ছত্তিশগড়ের মসনদ দখলের স্বপ্ন। ছত্তিশগড় রয়ে গেল বিজেপি-র হাতেই।

ভোট গণনা শুরু হওয়ার পর প্রথম দু'ঘণ্টায় এগিয়ে যায় বিজেপি। ধরে নেওয়া হয়েছিল তারা অনায়াসে জিতবে। কিন্তু, সকাল দশটার পর থেকে ছবিটা কিছুটা বদলে যায়। দু'পক্ষই সেয়ানে-সেয়ানে লড়ছিল। একটা সময় দেখা যায়, কংগ্রেস ৫০টি আসনে এগিয়ে আর বিজেপি এগিয়ে ৩৮টি আসনে। কিন্তু, বিকেলের দিকে আবার পরিস্থিতি চলে আসে বিজেপি-র অনুকূলে। ৯০ আসনবিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় বিজেপি দখল করে ৪৯টি আসন। কংগ্রেস পায় ৩৯টি আসন। বাকিরা দুইটি। ৪৬টি আসন দরকার সরকার গড়তে গেলে। অর্থাৎ নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়ে গিয়েছে তারা। গতবার কংগ্রেস ও বিজেপি-র আসনসংখ্যা ছিল যথাক্রমে ৩৮ এবং ৫০। গতবারের হিসাবে তাই সামান্য লোকসান হয়েছে বিজেপি-র।

ফের ক্ষমতায় ফিরছেন দেখে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী রমন সিং বলেন, "রাজ্যের মানুষকে অভিনন্দন জানাই। এই জনাদেশ আমাদের ভালো কাজের প্রতি সমর্থন।" তাঁর দাবি, আগামী বছরের লোকসভা ভোটেও এ রাজ্যে ষথেষ্ট ভালো ফল করবে বিজেপি। এই বিধানসভা নির্বাচন তারই ইঙ্গিত।

English summary
Despite hard fight, Congress fails to win Chhattisgarh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X