For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটেনের ধাঁচে এবার দিল্লি-ও স্বাধীন হোক, গণভোটের প্রস্তুতি কেজরিওয়ালের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৫ জুন : ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে কিনা সেই গণভোটের রায় বেরনোর পরই তৎপর হয়ে উঠলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ইইউ থেকে ব্রিটেন বেরনোর পরই এবার কেন্দ্রের অধীন থেকে বেরিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা চেয়ে নয়া আবদার জুড়লেন কেজরিওয়াল।

এইবিষয়ে তিনি গণভোট করাতে চাইছেন বলেও মত প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে এই দাবি নতুন নয়। ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র শাসিত দিল্লিকে 'স্বাধীন' করতে তৎপর হয়েছেন কেজরি। গত মাসেই কেজরির আপ সরকার দিল্লিকে পূর্ণ রাজ্যের স্বীকৃতির বিষয়ে একটি খসড়া বিল পেশ করে তার ওপর জনসাধারণের মতামত চেয়েছে।

ব্রিটেনের ধাঁচে এবার দিল্লি-ও স্বাধীন হোক : কেজরিওয়াল

শুক্রবার ব্রিটেনের রায় বেরনোর পরই কেজরি ফের একবার ময়দানে নেমে পড়েছেন। টুইট করে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব তাড়াতাড়ি দিল্লিতেও এমন গণভোট নেওয়া হবে।

এমন হলে দিল্লির পুলিশ-প্রশাসন, পুরসভা, ভূমি দফতর ও আমলারা সকলেই রাজ্য সরকারের অধীনে চলে আসবেন। তবে এই গণভোট আদৌও করা যায় কিনা সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। আইনি জটিলতা কাটিয়ে কীভাবে এই গণভোটে করানো যাবে সেটা নিয়েই আপাতত ব্যস্ত কেজরির সরকার।

English summary
After UK, Delhi will soon have a referendum on full statehood : Arvind Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X