For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার বিনিয়োগ আনতে পরিকল্পনা! কর ছাড়ে মোদীর বড় জয় দেখছেন বিশেষজ্ঞরা

দেশে প্রায় ২০ বিলিয়ন ডলারের কর ছাড় ঘোষণার পরের দিনই মোদী আমেরিকায় গিয়ে পৌঁছেছেন। আমেরিকায় গিয়ে বিনিয়োগে মন জয়ে মোদী সরকারের এই উদ্যোগ সাহায্য করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

  • |
Google Oneindia Bengali News

দেশে প্রায় ২০ বিলিয়ন ডলারের কর ছাড় ঘোষণার পরের দিনই মোদী আমেরিকায় গিয়ে পৌঁছেছেন। আমেরিকায় গিয়ে বিনিয়োগে মন জয়ে মোদী সরকারের এই উদ্যোগ সাহায্য করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

আমেরিকার বিনিয়োগ আনতে পরিকল্পনা! কর ছাড়ে মোদীর বড় জয় দেখছেন বিশেষজ্ঞরা

মোদী সরকার শুক্রবার দেশে বড় কর ছাড়ের কথা ঘোষণা করেছে। ছাড়ের পর কোনও কোনও কর এতটাই কম হয়েছে, যে এশিয়ায় তা সর্বনিম্ন। যা ভারতকে ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশের সঙ্গে বিনিয়োগ টানতে প্রতিযোগিতায় নামতে সাহায্য করবে। সূত্রের খবর অনুযায়ী, হাউস্টনে বিদেশি বিনিয়োগকারীদের তরফে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মোদীর তারিফ করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, যারা ১ অক্টোবর থেকে কাজ শুরু করবে, তাদের ১৭.০১ শতাংশ কর দিতে হবে। যা সিঙ্গাপুরের সঙ্গে তুলনীয়।

ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিত ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র অ্যাডভাইসর রিচার্ড রসো বলেছেন, বিনিয়োগকে উদ্বুদ্ধ করতে আর্থিক সংস্কার মোদীকে শক্ত ভিতে দাঁড় করিয়েছে। এই কর ছাড়ের ফলে ভারত ফের বিনিয়োগের গন্তব্য হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।

অর্থনৈতিক বৃদ্ধির গতি যেখানে ছয়বছরের সর্বনিম্ন জায়গায় রয়েছে, সেখান থেকে পুরনো জায়গায় ফিরে যেতে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, অ্যাপেল ইন্স থেকে হুয়েই টেকনোলজিসের কর্তারা। আমেরিকা আর চিনের সংঘাতে এই অঞ্চলে সব থেকে উপকৃত হয়েছে ভিয়েতনাম। অন্যদিকে ইন্দোনেশিয়াও কর্পোরেট ট্যাক্স আরও কম করার চিন্তাভাবনা করছে।

বিদেশের বাজার ধরতে এই কম ট্যাক্স ভারতকে প্রতিযোগিতার বাজারে সাহায্য করবে বলে মনে করছেন, মুম্বই ভিত্তিক ধ্রুব অ্যাডভাইসর এলএলপির চিফ একজিকিউটিফভ অফিসার দীনেশ কানাবার। মাহিন্দ্রা অ্যা মাহিন্দ্রা লিমিটেডের আনন্দ মাহিন্দ্রাও স্বাগত জানিয়েছেন এই পদক্ষেপকে।

[ ভগবান রামকেই অপমান করছে বিজেপি! হিন্দু ধর্মকে অপদস্ত, উদাহরণ দিলেন শশী][ ভগবান রামকেই অপমান করছে বিজেপি! হিন্দু ধর্মকে অপদস্ত, উদাহরণ দিলেন শশী]

মোদী ২৫ সেপ্টেম্বর ব্লুমবার্দ গ্লোবাল বিজনেস ফোরামে ভাষণ দেবেন। সেই ফোরামে প্রায় ৪০ টি বড় কোন্পানি যোগ দেবে বলে জানা গিয়েছে। যাদের মধ্যে রয়েছে মার্টিন কর্পোরেশন, অ্যামেরিকান টাওয়ার কর্পোরেশন, ওয়ালমার্টের মতো সংস্থাও।

 [মমতাই পথ দেখালেন! 'দিদিকে বলো'র অনুকরণে বিজেপির দাওয়াই 'মন মে বাপু'] [মমতাই পথ দেখালেন! 'দিদিকে বলো'র অনুকরণে বিজেপির দাওয়াই 'মন মে বাপু']

English summary
Prime Minister Narendra Modi arrives in the U.S. a day after delivering a $20 billion tax-cut stimulus for companies, which strengthens his pitch to American chief executives about the ease of doing business in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X