For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বোধনের আগের দিনই ভেঙে পড়ল বাঁধের একাংশ, প্লাবিত ভাগলপুরের বিস্তীর্ণ এলাকা

উদ্বোধনের ২৪ ঘন্টা আগেই ভেঙে পড়ল বাঁধের একাংশ। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের কহলগাঁওয়ে।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

উদ্বোধনের ২৪ ঘন্টা আগেই ভেঙে পড়ল বাঁধের একাংশ। ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুরের কহলগাঁওয়ে। ৩৮৯.৩১ কোটি টাকা ব্যয়ে তৈরি ঘাটেশ্বর পন্থ ক্যানাল প্রোজেক্ট বাঁধটি বুধবারই উদ্বোধন করার কথা ছিল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। তবে পুরনো অংশ ভেঙে পড়লেও নতুন অংশের কোনও ক্ষতি হয়নি বলেই দাবি বিহারের জলসম্পদ মন্ত্রীর।

উদ্বোধনের আগের দিনই ভেঙে পড়ল বাঁধের একাংশ, প্লাবিত ভাগলপুরের বিস্তীর্ণ এলাকা

মঙ্গলবার বাঁধের একাংশ ভেঙে পড়লেও কোনও প্রাণহানি হয়নি বলে দাবি করেছেন তিনি। তবে বাঁধের জলে বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। ঘরের মধ্যেও জল ঢুকে পড়েছে। প্রশাসনের হয়ে সাফাই দিয়ে জলসম্পদমন্ত্রী লল্লন সিং জানিয়েছেন, জল পুরোমাত্রার ছাড়ার ফলে সেই চাপ নিতে পারেনি বাঁধের সদ্য নির্মিত অংশ। এই ঘটনার পর উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। নতুন বাঁধ কীভাবে ভেঙে পড়ল তা জানতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনার পর রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে বিহারে। এই বাঁধটি দুর্নীতির গ্রাস হয়েছে বলে মন্তব্য করেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। নীতীশ কুমারের দুর্নীতিমুক্ত মন্ত্রিসভাকেও কটাক্ষ করেছেন তিনি। এই প্রকল্পটি সম্পূর্ণ হলে ভাগলপুর জেলার প্রায় ১৯ হাজার হেক্টর ও ঝাড়খণ্ডের গোড্ডা জেলার প্রায় ২৩ হাজার হেক্টর জমিতে সেচের জল পাওয়া যাবে।

English summary
A newly constructed Dam in Bhagalpur District in Bihar collapses on Tuesday, CM Nitish Kumar had to inaugurate the dam on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X