For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় ‘গতি’ আছড়ে পড়ল ৭৫ কিলোমিটার বেগে, এবার ছুটে চলেছে আরব সাগর অভিমুখে

বছরের শুরু থেকেই একের পর এক সাইক্লোনের ঝাপটা সামলাচ্ছে ভারতের পূর্ব উপকূল৷ ফের একবার বঙ্গোপসাগর উপকূলের শিয়রে ফুঁসছে সাইক্লোন ‘গতি’৷ ইতিমধ্যেই ল্যান্ডফল হয়েছে৷

  • |
Google Oneindia Bengali News

বছরের শুরু থেকেই একের পর এক সাইক্লোনের ঝাপটা সামলাচ্ছে ভারতের পূর্ব উপকূল৷ ফের একবার বঙ্গোপসাগর উপকূলের শিয়রে ফুঁসছে সাইক্লোন 'গতি'৷ ইতিমধ্যেই ল্যান্ডফল হয়েছে৷ সমুদ্রে দীর্ঘ সময় থাকায় আরও শক্তি সঞ্চয় করে ঘণ্টায় ৭৫ কিলোমিটার এই সাইক্লোন অন্ধ্র উপকূলের কাঁকিনাড়ার খুব কাছ দিয়ে বয়ে গেছে৷

সাইক্লোন গতির দাপট চলছে দক্ষিণ-পশ্চিমে

সাইক্লোন গতির দাপট চলছে দক্ষিণ-পশ্চিমে

সাইক্লোন গতির দাপটে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অন্ধ্র উপকূল সন্নিবিষ্ট এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল। নিম্নচাপ হওয়ার পর থেকেই দুর্যোগ শুরু হয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে। প্রবল হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাতও চলছে৷ বিশাখাপত্তনম, নারাসপুর, কাঁকিনাড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে৷ সাইক্লোন গতির দাপট চলছে এখনও।

আরব সাগর অভিমুখে ছুটছে 'গতি'

আরব সাগর অভিমুখে ছুটছে 'গতি'

ঘূর্ণিঝড় গতির প্রভাব ওড়িশা-তেলেঙ্গানাতে পড়লেও বাংলা এবার কার্যত বেঁচে গেছে। গভীর নিম্নচাপ সমুদ্র দিয়ে এগোতে এগোতে পশ্চিম উপকূলেও প্রভাব ফেলবে৷ তবে আরব সাগরের ওপর এই সাইক্লোনের তীব্রতা অনেকটাই কমে যবে৷ এর জেরে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, দক্ষিণ ছত্তিশগড়, দক্ষিণ মধ্যপ্রদেশ, গুজরাতের দক্ষিণ প্রান্ত, কোঙ্কন, গোয়া ও মুম্বইয়ে আগামী দুই দিন ধরে বৃষ্টি চলবে৷

ল্যান্ডফলের পর ছুটছে আরব সাগরের দিকে

ল্যান্ডফলের পর ছুটছে আরব সাগরের দিকে

এই ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরেই উফ টার্ন নেওয়ার সম্ভাবনা ছিল। তা আপাতত আর নেই। কেননা পূর্ব উপকূলে ল্যান্ডফলের পর তা ভারতের পশ্চিম উপকূলের দিকে বয়ে যেতে শুরু করেছে। পশ্চিম দিকে অগ্রসর হতে হতে আরব সাগরে পৌঁছনোর আগে তা অনেকটা শক্তি ক্ষয় করবে।

ঘূর্ণিঝড় গতির জেরে দুর্যোগ

ঘূর্ণিঝড় গতির জেরে দুর্যোগ

আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর থেকেই দুর্বল হয়ে পড়ে। এটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে তেলেঙ্গানা পেরিয়ে মহারাষ্ট্রে পৌঁছে যাবে। ১২ অক্টোবর থেকেই তেলঙ্গানা, বিদর্ভ এবং মারাঠওয়াদায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ১৩ অক্টোবর এই জায়গাগুলির অনেক জায়গায় মুষলধারে বৃষ্টিপাত হয়। ১৪ ও ১৫ অক্টোবরও বৃষ্টি চলবে।

English summary
Cyclone ‘Gati’ rushes toward Arabean Sea after hitting on Andhra Pradesh coast according to weather forecast.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X