For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলাদের উপর অপরাধে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে বাংলা, বলছে এনসিআরবি রিপোর্ট

মহিলাদের উপর অপরাধে শীর্ষে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে বাংলা, বলছে এনসিআরবি রিপোর্ট

Google Oneindia Bengali News

পশ্চিমবঙ্গে যে মহিলারা নিরাপদ নয় সেটা প্রকাশ্যে এলো ন্যাশনাল ক্রাইমস রেকর্ড ব্যুরোর রিপোর্ট। মহিলাদের উপর অপরাধের নিরিখে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। চতুর্থ রাজস্থান এবং পঞ্চম অসম।

রাজ্যে মহিলাদের উপর অপরাধ বাড়ছে

রাজ্যে মহিলাদের উপর অপরাধ বাড়ছে

এনসিবিআর রিপোর্টে পরিসংখ্যান বলছে পশ্চিমবঙ্গে নিরাপদ নয় মেয়েরা। নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে রাজ্যে। পুলিসের খাতায় প্রায় ৩০,৯৯২ অভিযোগ জমা পড়েছে। কয়েকদিন আগেই রাতের শহরে মহিলাদের নিরাপত্তা নিেয় প্রশ্ন উঠেছিল। একাধিত মডেল আক্রান্ত হয়েছিলেন রাতের শহরে। পার্কস্টিট ধর্ষণ কাণ্ডের মতো বড় ঘটনাও ঘটেছে। কামদুনি ধর্ষণ কাণ্ড নিয়েও কম তোলপাড় হয়নি রাজ্য রাজনীতি। তারপরেও কমেনি মহিলাদের আক্রান্ত হওয়ার ঘটনা। যদিও এই হিসেবে সব রাজ্যকে ছাপিয়ে গিয়েছে বিজেপি শাসিত মহারাষ্ট্র। এখানে মহিলাদের উপর অপরাধের সংখ্যা ৩১,৯৭৯। তৃতীয় স্থানে রয়েছে মধ্য প্রদেশ (২৯,৭৭৮), চতুর্থস্থানে রয়েছে রাজস্থান (২৫,৯৯৩), পঞ্চম স্থানে রয়েছে অসম (২৩,০৮২)। সেদিক থেকে বিচার করলে নির্ভয়া কাণ্ডের পর রাজধানী দিল্লিতে মেয়েদের উপর অপরাধ অনেকটাই কমেছে। ২০১৬ সালে যেখানে মেয়েদের উপর অপরাধের ১৫.৩১০টি অভিযোগ পুলিসের খাতায় জমা পড়েছিল। সেটা ২০১৭ সালে উল্লেখযোগ্যভাবে কমে ১৩,০৭৬ হয়েছে।

 গণপিটুনির ঘটনার উল্লেখ নেই রিপোর্টে

গণপিটুনির ঘটনার উল্লেখ নেই রিপোর্টে

এক বছর দেরিতে রিপোর্ট প্রকাশ করা হলেও গোটা দেশে গণপিটুনিতে মৃত্যুর পরিসংখ্যানটি সুপরিকল্পিতভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে একাধিক বিষয়ে পরিসংখ্যানের উল্লেখ থাকলেও কোথাও গণপিটুনিতে হত্যার পরিসংখ্যান দেওয়া হয়নি। সবে অপরাধের সার্বিক হিসেবে উল্লেখ যোগ্যভাবে মোদী শাসিত ভারতে মহিলাদের উপর অপরাধের ঘটনা বেড়েছে।

অপরাধের হারে শীর্ষে অসম

অপরাধের হারে শীর্ষে অসম

অপরাধ প্রবণতায় শীর্ষে রয়েছে বিজেপি শাসিত অসম। প্রতি একলাখ বাসিন্দার নিরিখে অপরাধ করছে ১৪৩জন। তার পরেই রয়েছে ওড়িশা এবং তেলঙ্গানা। সেখানে প্রতি এক লাখ বাসিন্দার মধ্যে ৯৪ জন অপরাধ করেন। এরপর হরিয়ানা (৮৮), রাজস্থান (৭৩)।

খুন আর হত্যায় শীর্ষে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য, রিপোর্ট এনসিআরবি-রখুন আর হত্যায় শীর্ষে দেশের সবচেয়ে জনবহুল রাজ্য, রিপোর্ট এনসিআরবি-র

English summary
crimes against women increase in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X