ikikai: নকশার মাধ্যমে সমাজ বদলের স্বপ্ন দেখেছিলেন তিন বন্ধু
ikikai-এর সূচনা হয়েছিল নতুন ভাবে দৃঢ় চিন্তাধারার প্রবর্তন করার লক্ষ্যে। ডিজাইনের মাধ্যমে সমাজের উপর প্রভাব ফেলার লক্ষ্যেই ikikai শুরু হয়েছিলেন। কয়েকজন বন্ধু এই মনোভাব থেকে প্রেরণা পেয়েই ikikai শুরু করেছিলেন। সমাজে বদল আনার লক্ষ্যেই এই বন্ধুরা মিলে ikikai শুরু করেছিলেন। তৃণমূল স্তরের শিল্পীদের উন্নয়নের জন্যেই এই প্রতিষ্ঠান চালু করা হয়েছিল।

জাপানি নোটবুক 'ইকি' থেকে অনুপ্রাণিত হয়েই এই সংস্থার নামকরণ করা হয়েছিল। 'ইকি'-র অর্থাৎ হল নান্দনিকতা। 'কাই' মানে পুনর্নির্মাণ। এই সংস্থার লোগোটি হামিং পাখির। এই লোগোটি সংস্থার স্বতন্ত্রতা, সৌন্দর্য এবং দ্রুততার প্রতীক। মূলত মহিলাদের নিয়ে তৈরি এই সংগঠন বিভিন্ন এনজিও-র সঙগে হাত মিলিয়েছে তাদের উন্নয়নের জন্য। গল্প করতে করতে কফি খাচ্ছিলেন তিন বন্ধু, সেই সময়ই এই প্রতিষ্ঠানটি তৈরি করার রূপরেখা তৈরি করেছিলেন। তিন অভিজ্ঞ পেশাদার ঈশা, ক্ষিরা এবং পরাগ নামক তিন বন্ধু এই সংগঠনটি প্রতিষ্ঠিতা করেছিলেন।
সচেতন এবং সংবেদনশীল ক্রেতাদের যুগে, আপনি কে এবং আপনি কী বিশ্বাস করেন, সে সম্পর্কে অনেক কিছুই জানা যায়, আপনি কী কিনছেন, তা দেখে। একইভাবে, চিন্তাভাবনাগুলিকে কার্যকরী করে তোলার ক্ষেত্রে, ikikai-এর নকশাগুলি একটি সামাজিক ও পরিবেশগতভাবে সচেতন জীবনযাত্রার কথা বলে। ikikai-এর দল এবং নেটওয়ার্ক তাদের গ্রাহকদের জন্য স্বতন্ত্র টেইলার্স-টুকরো তৈরি করে এবং তা সাজায়। এটি পরিবেশ-বান্ধব নকশাগুলি থেকে অনুপ্রাণিত। প্রতিটি পণ্যকে প্যাকেজিংয়ের ক্ষেত্রে বিভিন্নতার মাধ্যমে আরও ভালো করার বিষয়ে অনুপ্রেরণা দেয়।
আজকের বিশ্বে সামাজিক পরিবর্তন আনা খুবই শক্ত। খণ্ডিত মানসিকতায় পরিপূর্ণ এই বিশ্বে সব সম্প্রদায়গুলি তাদের তৈরি শিল্পকে উদযাপন তো করে, কিন্তু সেই শিল্পের স্রষ্টাকে ভুলে গিয়েছে সবাই। তবে ikikai, কোনও এক ব্যক্তির স্বপ্ন পূরণের বিষয় না। এটি একটি সত্যিকারের স্রষ্টাদের উদযাপন করার লক্ষ্যে।
