For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশে ২০ হাজারের উপর করোনা দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

Array

Google Oneindia Bengali News

দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সঙ্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও দেশ বাড়ছে। ভারতে গত ২৪ ঘন্টায় সংক্রমণের কারণে ৫৬ জনের মৃত্যুর পাশাপাশি নতুন করোনভাইরাসটির ২০ হাজার ০৪৪টি নতুন করোনা কেস রেকর্ড করা হয়েছে। শনিবার (১৬ জুলাই) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ভাগ করা তথ্য অনুসারে, দেশে গত ২৪ ঘন্টায় মোট ১৮ হাজার ৫০১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট সুস্থ হওয়য়ার মাত্রা ৯৮.৪৮ শতাংশ হয়ে গিয়েছে। মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ৩০ লক্ষ জার ৬৩ হাজার ৬৫১ জন।

ভারতে ক্ররোনা

ভারতে ক্ররোনা

মোট সক্রিয় কেস বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ৪০ হাজার ৭৬০ এ, স্বাস্থ্য মন্ত্রকের তথ্য আজ এমন তথ্যই দিয়েছে। গতকাল সক্রিয় কেস ছিল ১,৩৯,০৭৩টি।

সক্রিয় কেসে ব্যাপক লাফ

সক্রিয় কেসে ব্যাপক লাফ


গত ২৪ ঘন্টার সক্রিয় কোভিড কেস ১,৬৮৭ টি মামলার বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। মোট সংক্রমণের ০.৩২ শতাংশ সক্রিয় মামলা রয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে। দেশে মোট মৃতের সংখ্যা এখন ৫ লক্ষ ২৫ হাজার ৬৬০টি। ভারতে, কোভিড ১৯ এর কারণে প্রথম মৃত্যু ২০২০ সালের মার্চ মাসে রিপোর্ট করা হয়েছিল। ১৬ জুলাই দৈনিক পজেটিভিটির হার ৪.৮০ শতাংশ রেকর্ড করা হয়েছিল।

আইসিএমআর পরীক্ষা

আইসিএমআর পরীক্ষা

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) অনুসারে, ১৫ জুলাই পর্যন্ত কোভিড-১৯ এর জন্য ৮৬ কোটি ৯০ লক্ষ ৩৩ হাজার ০৬৩ টি কেস রিপোর্ট পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ৪ লক্ষ ১৭ হাজার ৮৯৫5টি নমুনা পরীক্ষা করা হয়।

মহারাষ্ট্রে করোনা

মহারাষ্ট্রে করোনা

এদিকে, মহারাষ্ট্রে নভেল করোনভাইরাসের ২৩৭১ টি নতুন কেস রেকর্ড করা হয় যেখানে সরে ওঠার হার শুক্রবার ৯৭.৯৫ শতাংশে দাঁড়িয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে সামগ্রিক কোভিডের সংখ্যা বেড়ে ৮০ লক্ষ ১৪ হাজার ৮২৩ হয়েছে। রাজ্যে ১০ ​​টি কোভিড সম্পর্কিত মৃত্যু দেখেছে।

মুম্বইতে 365টি নতুন করোনভাইরাস কেস এবং দু'জনের মৃত্যু হয়েছে। পুনে শহর এবং সাতারা জেলায় করোনায় দুটি করে মৃত্যু রেকর্ড করা হয়েছে। থানে, নাভি মুম্বাই, নাসিক এবং সোলাপুর জেলার পৌর কর্পোরেশনগুলি প্রত্যেক স্থানে একটি করে মৃত্যুর রেকর্ড করা হয়েছে।

বাংলায় করোনার দৈনিক সংক্রমণ পর পর দুদিন ৩ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল। সক্রিয়ের সংখ্যা লাফিয়ে বাড়তে বাড়তে ৩০ হাজার পার করে গেল। তবে করোনা সক্রিয়ের সিংহভাগই রয়েছেন হোম আইসোলেশনে। শুক্রবার করোনার দৈনিক সংক্রমণের হার বেড়ে ২০ শতাংশ ছুঁয়েছে। পর পর দুদিন ঘাতক করোনা কেড়েছে ৫ জনের প্রাণ।

English summary
corona graph and death rate is increasing in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X