For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯ মৃতদেহের পাশে শুয়ে করোনা আক্রান্তরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

কোভিড–১৯ মৃতদেহের পাশে শুয়ে করোনা আক্রান্তরা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Google Oneindia Bengali News

মুড়ি–মুড়কির মতো মানুষ মরছে করোনা ভাইরাসে। আর প্রমাণ করছে এটাই যে প্রত্যেকটি রাজ্য করোনা মোকাবিলায় আপ্রাণ চেষ্টা করার পরও কোথাও না কোথাও খামতি থেকেই যাচ্ছে। সেরকমই এক ভয়ানক দৃশ্য উঠে এল মুম্বইয়ের একটি হাসপাতালের। ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে দেখানো হয়েছে যে করোনা ওয়ার্ডে আক্রান্তের মাঝেই প্লাস্টিক ব্যাগে ভরে রাখা হয়েছে করোনায় মৃতদের। এই ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।

করোনা মৃতদেহের পাশে শুয়ে রোগীরা

করোনা মৃতদেহের পাশে শুয়ে রোগীরা

জানা গিয়েছে, এই ভিডিও ক্লিপটি শহরের মিউনিসিপ্যাল পরিচালিত সিয়ন হাসপাতালের এবং মুম্বইয়ের প্রধান হাসপাতালগুলির মধ্যে একটি যারা কোভিড-১৯ রোগীদের নিয়ন্ত্রণ করছে। করোনা ওয়ার্ডে কমপক্ষে সাতটি দেহ দেখা গিয়েছে পড়ে থাকতে এবং তার আশপাশের বেডেই চিকিৎসা চলছে করোনা রোগীর। কিছু রোগীর পরিবারের সদস্যরা এসেছেন দেখা করতে এবং তাঁরা মৃতদেহের পাশেই বসছেন। দেহগুলি কালো প্লাস্টিকে মুড়ে রাখা হয়েছে।

ভিডিও টুইট বিজেপি সাংসদ, কংগ্রেস নেতার

ভিডিও টুইট বিজেপি সাংসদ, কংগ্রেস নেতার

বুধবার টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন বিজেপি সাংসদ নীতেশ রানে, তিনি লেখেন, ‘‌সিয়ন হাসপাতালে রোগীরা ঘুমিয়ে রয়েছে মৃতদেহের পাশে। এটা চূড়ান্ত, কি ধরনের প্রশাসন এটা‌!‌ খুব খুব লজ্জাজনক।'‌ মহারাষ্ট্রের শাসক দলের সঙ্গে যুক্ত কংগ্রেসের এক নেতাও এই ভিডিওটি দেখে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মিলন্দ দেওরা টুইটে বলেন, ‘‌মৃতদেহের পাশে অসুস্থরা শুয়ে রয়েছে সিয়ন হাসপাতালে। হু-এর নির্দেশিকা মেনে কেন কোভিড-১৯-এর মৃতদেহগুলিকে বিএমসি সৎকার করে দিচ্ছে না। সরকারি হাসপাতালের কর্মারা সীমিত সংখ্যক পরিষেবা নিয়েই তাঁরা দারুণ কাজ করছে। মুম্বইয়ের প্রশাসনকে এবার পদক্ষেপ করতে হবে।'‌

ডিনের স্বীকারোক্তি

ডিনের স্বীকারোক্তি

সিয়ন হাসপাতালের ডিন প্রমোদ ইনগেল স্বীকার করেছেন যে ওই দেহগুলি কোভিড-১৯ রোগীদের। তাদের দেহ নিতে অস্বীকার করেছে আত্মীয়-পরিজনরা। তিনি বলেন, ‘‌এটাই কারণ দেহগুলি ওইভাবে অযত্নের সঙ্গে পড়ে রয়েছে। এবার আমরা দেহগুলিকে সরিয়ে নেব ও এই বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।'‌ দেহগুলিকে মর্গে নিয়ে যাওয়া হয়নি কেন এ প্রসঙ্গে ডাঃ ইঙ্গেল বলেন, ‘‌মর্গে ১৫ জনকে রাখার মতো ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ১১টি ভর্তি হয়ে গিয়েছে। এটি করোনা ব্যতীত অন্য কারনে যারা মারা গিয়েছিল তাদের মৃতদেহের জন্য সমস্যা হবে।'‌

প্লাস্টিকে মোড়ানো দেহ থেকে সংক্রমণ হবে না

প্লাস্টিকে মোড়ানো দেহ থেকে সংক্রমণ হবে না

এই ভিডিওটি হাসপাতাল কর্তৃপক্ষ যখন তারা মৃতদেহ সরিয়ে নিতে পরিবারের সম্মতির জন্য অপেক্ষা করছিল তখন করা হতে পারে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে মৃতদেহগুলি ভালো করে প্লাস্টিকে মোড়ানো হয় যাতে সংক্রমণ না হতে পারে। যদিও এটা মৃতদেহের পাশে শুয়ে থাকা রোগীদের ভয় কমানোর জন্য মোটেও যথেষ্ট ছিল না। ভারতের মধ্যে মহারাষ্ট্রে কোভিড-১৯-আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১৬,৮০০-এর কাছাকাছি, মুম্বইয়ে করোনা সংক্রমণের সংখ্যা ১০,৭১৪ জন এবং মৃতের সংখ্যা ৪০০।

ছবি সৌজন্যে নীতীশ রানে টুইটার অ্যাকাউন্ট

লাশ নিয়ে রাজনীতি করায় হাত পাকিয়েছেন মমতা, পাল্টা আক্রমণ শানালেন দিলীপলাশ নিয়ে রাজনীতি করায় হাত পাকিয়েছেন মমতা, পাল্টা আক্রমণ শানালেন দিলীপ

English summary
At least seven bodies are seen in the ward as patients are treated in adjoining beds; some patients have family members attending to them and they appear to be used to the sight of the bodies.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X