For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীর: করোনার আবহে থার্মাল স্ক্রিনিং করতে গিয়ে পণবন্দি মেডিক্যাল টিম! এরপর যা ঘটল

  • |
Google Oneindia Bengali News

ইন্দোর, বেঙ্গালুরুর পর এবার উপত্যকা কাশ্মীর। সেখানে করোনা ক্রমেই থাবা বসাতে শুরু করেছে জোরালোভাবে। ইতিমধ্যেই বহু করোনা রোগীর পালিয়ে যাওয়ার খবর সামনে এসেছে। এমন পরিস্থিতিতে উপত্যকায় ঘটে গেল আরও এক অনভিপ্রেত ঘটনা। সেখানে এক কর্তব্যরত মেডিক্যাল টিমের সদস্যদের একটি বাড়তে পণবন্দি করে ধরে রাখার অভিযোগ উঠেছে। যা ঘিরে শুরু হয় তোলপাড়।

কাশ্মীর: করোনার আবহে থার্মাল স্ক্রিনিং করতে গিয়ে পণবন্দি মেডিক্যাল টিম! এরপর যা ঘটল

ঘটনা কাশ্মীরের বুধগামের ওয়াথুরা গ্রাম এলাকার শেখপুরার। সেখানে একটি বাড়িতে থার্মাল স্ক্রিনিং এর জন্য গিয়েছিল একটি মেডিক্যাল টিম। আর টিমের সদস্যরা এলাকার একটি বাড়িতে পা রাখতেই তাঁদের প্রতি খারাপ ব্যবহার করতে থাকেন বাড়ির সদস্যরা। এরপর ওই মেডিক্যাল টিমের সদস্যদের পণবন্দি করে শেখপোরার একটি বাড়িতে বন্দি করে রেখে দেওয়া হয়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ।

এদিকে পুলিশ গ্রামে ঢুকতেই এলাকাবাসীরা প্রবল পাথর বর্ষণ করতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। এরপর কোনও মতে ওই মেডিক্যাল টিমের সদস্যদের উদ্দার করে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন ৩ জন। এরপর এমন কাণ্ডের জেরে আইপিসির একাধিক কঠোর ধারায় মামলা রুজু হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

English summary
Coronavirus update,a medical team was kept hostage inside a house in Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X