For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯ এর পাশাপাশি ওমিক্রন সংক্রমণে জেরবার দেশ, চিন্তা বাড়াচ্ছে দিল্লি–মুম্বই

কোভিড–১৯ এর পাশাপাশি ওমিক্রন সংক্রমণে জেরবার দেশ, চিন্তা বাড়াচ্ছে দিল্লি–মুম্বই

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১,৩১৩ জন। এ বছরের ২৬ মে দেশে একদিনে ১৪৯১টি করোনা কেসের পর এই প্রথম এত কেস সনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এটা নিয়ে রাজধানী দিল্লিতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪,৪৬,৪১৫।

কোভিড–১৯ এর পাশাপাশি ওমিক্রন সংক্রমণে জেরবার দেশ, চিন্তা বাড়াচ্ছে দিল্লি–মুম্বই

তবে এই শহরে গত দু’‌দিনে করোনা ভাইরাসে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। রাজধানীতে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২৫,১০৭ জনের। তবে চলতি মাসে দিল্লিতে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের, যা গত চারমাসে সর্বোচ্চ। বৃহস্পতিবার একলাফে করোনা সংক্রমণ ৩৯০ থেকে ৯২৩ টি বেড়েছে। এর মধ্যে কেস পজিটিভ হার গতকালের ১.‌২৯ শতাংশের তুলনায় বৃহস্পতিবার এসে দাঁড়িয়েছে ১.‌৭৩ শতাংশে। দিল্লির সাম্প্রতিক কোভিড–১৯ পরিস্থিতির মধ্যে ভাল খবর হল সুস্থতার সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার দিল্লিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪২৩ জন। বুধবার যা ছিল ৩৪৪ জন। এই নিয়ে দিল্লিতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪,১৮,২২৭ জন রোগী।

দেশজুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রচণ্ডভাবে উদ্বেগ বাড়াচ্ছে। ভারতে ওমিক্রনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,১৫৯, যার মধ্যে মহারাষ্ট্রে এদিন নতুন করে ১৯৮ জন আক্রান্ত হয়েছে, এই নিয়ে এ রাজ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৪৫০। অন্যদিকে দিল্লিতে নতুন ভ্যারিয়েন্টে ২৬৩ জন আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার আওতায় স্কুল, কলেজ, সিনেমা হল, জিম বন্ধ থাকবে। এছাড়াও রাত ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকবে।

অন্যদিকে, তৃতীয় কোভিড ওয়েভের আশঙ্কার মধ্যে মহারাষ্ট্রে ১৯৮টি নতুন ওমিক্রন কেস দেখা গিয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৫,৩৬৮টি নতুন কোভিড–১৯ কেস রিপোর্ট হয়েছে, যা গতকালের তুলনায় ৩৭ শতাংশ বেশি। নতুন প্রজাতিকে বিশেষজ্ঞরা '‌অত্যন্ত সংক্রমক’‌ হিসাবে মনে করছেন। মহারাষ্ট্রের পাশাপাশি মুম্বইতেও নতুন করে ৩,৬৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন, যা গতকালের তুলনায় ৪৬ শতাংশ বেশি। এখনও পর্যন্ত রাজ্যে ৪৫০টি ওমিক্রনের রিপোর্ট হয়েছে। বর্ষবরণের উৎসবের ওপর নিষেধাজ্ঞা জারি সহ ১৪৪ ধারা জারি করা হয়েছে রাজ্যজুড়ে।

English summary
coronavirus and omicron case rise in delhi mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X