For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রাহকদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে! মোদী সরকারের আমল নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআই-এর

মোদী সরকারের আমল নিয়ে ফের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল আরবিআই। ২০১৯-এর সেপ্টেম্বরে গ্রাহকের আত্মবিশ্বাস নেমে গিয়েছে ছয় বছরের সর্বনিম্ন পর্যায়ে।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকারের আমল নিয়ে ফের চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করল আরবিআই। ২০১৯-এর সেপ্টেম্বরে গ্রাহকের আত্মবিশ্বাস নেমে গিয়েছে ছয় বছরের সর্বনিম্ন পর্যায়ে। শুক্রবারে প্রকাশিত সেপ্টেম্বর ২০১৯-এর কারেন্ট সিচুয়েশন ইনডেক্স থেকে দেখা যাচ্ছে তা নেমে গিয়েছে ৮৯.৪-এ। তবে ইউপিএ-২ আমলে ২০১৩-র সেপ্টেম্বরে কারেন্ট সিচুয়েশন ইনডেক্স( সিসিআই) নেমে গিয়েছিল ৮৮-তে। তারপরের ছয় বছরে এটাই সর্বনিম্ন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের সার্ভে

রিজার্ভ ব্যাঙ্কের সার্ভে

দেশের বড় শহরগুলিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কনজিউমার কনফিডেন্স সার্ভে চালানো হয়েছিল। তাতে অংশ নিয়েছিলে প্রায় ৫০০০ জন। পাঁচটি পরিবর্তনশীল অর্থনৈতিক অবস্থানের ওপর দাঁড়িয়ে কনজিউমার পারসেপশন (বর্তমান এবং ভবিষ্যত) নির্ধারণ করা হয়ে থাকে। এই পাঁচটি হল, অর্থনৈতিক অবস্থা, কর্মসংস্থান, মূল্যস্তর, আয় এবং ব্যয়।

অন্যদিকে গ্রাহক আত্মবিশ্বাস মাপার দুটি বড় সূচক রয়েছে। সেগুলি হল, বর্তমান পরিস্থিতি সূচক এবং ভবিষ্যত প্রত্যাশা সূচক। কারেন্ট সিচুয়েশন ইনডেক্স অর্থাৎ বর্তমান পরিস্থিতি সূচক, গত এক বছরে একটি ইর্থনৈতিক ইস্যুতে ভোক্তাদের ধারণার পরিবর্তনের পরিমাপ করে। অন্যদিকে ফিউচার এক্সপেক্টেশন ইনডেক্স অর্থাৎ ভবিষ্যতের প্রত্যাশা সূচক পরের একবছরে একই ভেরিয়েবল সম্পর্কে কী মনে করে, তার পরিমাপ করে।
গ্রাহক আত্মবিশ্বাস সূচক যদি ১০০-র ওপরে হয়, তাহলে তা একটা আশাবাদী ধারণা দেয়।

গ্রাহক আত্মবিশ্বাস সূচক

গ্রাহক আত্মবিশ্বাস সূচক

মোদী সরকার ক্ষমতায় আসার আগে গ্রাহক আত্মবিশ্বাস সূচক একটা হতাশাজনক অবস্থায় ছিল। তবে ২০১৪-র সেপ্টেম্বর নাগাদ তা বেড়ে হয় ১০৩.১। দেখা যাচ্ছে গ্রাহকরা আশাবাদী ছিলেন ২০১৬-র ডিসেম্বর পর্যন্ত( ১০২)। তবে নভেন্বর ২০১৬-তে নোট বাতিলের পর থেকে তা মন্দার দিকে চলতে শুরু করে।

গ্রাহক আত্মবিশ্বাস সূচক ১০০-র কমে থাকলেও, তা একটা ভাল জায়গায় ছিল প্রায় আড়াই বছরের মতো সময়। প্রায় ৩০ মাস পরে গ্রাহক আত্নবিশ্বাস ফের বেড়ে গিয়েছিল ২০১৯-এর লোকসভা ভোটের ঠিক আগে। ২০১৯-এর মার্চে গ্রাহত আত্মবিশ্বাস সূচক বেড়ে হয়েছিল ১০৪.৬। ২০১৬-র ডিসেম্বরের পর থেকে যা ১০০ পেরিয়েছিল। তবে ভোটের পরেই তা পড়তে থাকে।

২০১৯-এর মে মাসে সিবিআই ছিল ৯৭.৩। জুলাইয়ে তা কমে হয় ৯৫.৭। সেপ্টেম্বরে তা পৌঁছে যায় ছয় বছরের সর্বনিম্নে। ৮৯.৪-এ।

ভবিষ্যতের প্রত্যাশা সূচক

ভবিষ্যতের প্রত্যাশা সূচক

অন্যদিকে ফিউচার এক্সপেক্টেশন ইনডেক্স অর্থাৎ ভবিষ্যতের প্রত্যাশা সূচক জুলাইয়ে ছিল ১২৪.৮-এ। সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ১১৮-তে।

[ ২০২১-এর লক্ষে তৃণমূলের পাল্টা জনসংযোগ কর্মসূচি! পুজোর পরেই ১০ দিন হাঁটবেন বিজেপি নেতা-কর্মীরা][ ২০২১-এর লক্ষে তৃণমূলের পাল্টা জনসংযোগ কর্মসূচি! পুজোর পরেই ১০ দিন হাঁটবেন বিজেপি নেতা-কর্মীরা]

[সকাল থেকে কখনও রোদ, কথনও মেঘলা! বৃষ্টি থেকে রক্ষা নেই অষ্টমীতে, বার্তা হাওয়া অফিসের][সকাল থেকে কখনও রোদ, কথনও মেঘলা! বৃষ্টি থেকে রক্ষা নেই অষ্টমীতে, বার্তা হাওয়া অফিসের]

English summary
Consumer confidence dropped to a six years low in September 2019, revealed the RBI's monetary policy which was released on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X