For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৯ লোকসভার আগে কংগ্রেস প্লাস, বিজেপি মাইনাস! একনজরে ২০১৮-র ফলাফল

আসছে ২০১৯। লোকসভার মহাযুদ্ধের প্রস্তুতি চলছে। এই অবস্থায় ২০১৮-র নির্বাচন ছিল বিশে, গুরুত্বপূর্ণ। শুধু ৯ রাজ্যের বিধানসভা নির্বাচনই নয়, এই ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ উপ নির্বাচনের ফলাফল।

  • |
Google Oneindia Bengali News

আসছে ২০১৯। লোকসভার মহাযুদ্ধের প্রস্তুতি চলছে। এই অবস্থায় ২০১৮-র নির্বাচন ছিল বিশে, গুরুত্বপূর্ণ। শুধু ৯ রাজ্যের বিধানসভা নির্বাচনই নয়, এই ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ উপ নির্বাচনের ফলাফল। কারণ, উপনির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যেতে চাইছে। সেই নিরিখেই মঞ্চ প্রস্তুত ২০১৯-এর।

জানুয়ারিতে উপনির্বাচন

জানুয়ারিতে উপনির্বাচন

বছরের শুরুতেই তিনটি কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল। দুটি রাজস্থানে, একটি পশ্চিমবঙ্গে। তিনটির মধ্যে দুটি ছিল বিজেপির দখলে, একটি তৃণমূলের। রাজস্থানের আলোয়ার ও আজমেঢ়ে বিজেপি পরাজিত হয়েছে। সেখানে বিজেপিকে হারিয়ে দুটি কেন্দ্রেই জয়ী হয়েছে কংগ্রেস প্রার্থীরা। পশ্চিমবঙ্গের উলুবেড়িয়া কেন্দ্রটি ধরে রেখেছে তৃণমূল। এখানে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী।

মার্চের উপনির্বাচন

মার্চের উপনির্বাচন

এরপর মার্চ মাসে তিনটি কেন্দ্রে উপনির্বাচন হয়। দুটি নির্বাচন হয় উত্তরপ্রদেশে, একটি বিহারে। এক্ষেত্রেও বিজেপিকে পরাজয় স্বীকার করতে হয় বিরোধী শক্তির কাছে। উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুর কেন্দ্রটি ছিল বিজেপির গড়। বর্তমান মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর কেন্দ্র ছিল এই দুটি। দুটি কেন্দ্রেই সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয় বিজেপি। বিহারের আরারিয়া আসনটি ছিল আরজেডির দখলে। উপনির্বাচনেও আরজেডি জয়ী হয়।

মে মাসের উপনির্বাচন

মে মাসের উপনির্বাচন

মে মাসের উপনির্বাচনও বিজেপির পক্ষে সুখকর ছিল না। চারটি কেন্দ্রে মধ্যে তিনটি কেন্দ্র বিজেপির দখলে ছিল। তার মধ্যে মাত্র একটি কেন্দ্র ধরে রাখতে সমর্থ হয় বিজেপি। মহারাষ্ট্রের পালঘরে বিজেপী জয়ী হয়। কিন্তু মহারাষ্ট্রেরই ভাণ্ডারা-গণ্ডিয়াতে বিজেপি পরাজিত হয় এনসিপি প্রার্থীর কাছে। একইভাবে বিরোধী জোটের আরএলডি প্রার্থীর কাছে উত্তরপ্রদেশের কইরানা কেন্দ্রটি হারায় বিজেপি। নাগাল্যান্ডের নাগাল্যান্ড কেন্দ্রে এনপিএফকে হারিয়ে এনডিপিপি।

নভেম্বরে উপনির্বাচনী ফল

নভেম্বরে উপনির্বাচনী ফল

নভেম্বরে উপনির্বাচন হয় তিনটি কেন্দ্রে। কর্ণাটকের তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হয়। তিনটি কেন্দ্রের দুটি ছিল বিজেপির দখলে, একটি জেডিএসের। বিজেপির হাতছাড়া হয় বেলারি কেন্দ্রটি। বিজেপির কাছ থেকে তা ছিনিয়ে নেয় কংগ্রেস। মাণ্ড্য কেন্দ্রটি ধরে রাখে জেডিএস। বিজেপি ধরে রাখতে সমর্থ হয় শিবমোগা কেন্দ্রটি।

কংগ্রেস প্লাস, বিজেপি মাইনাস

কংগ্রেস প্লাস, বিজেপি মাইনাস

২০১৮-য় মোট ১৩টি কেন্দ্রে উপনির্বাচন হয়। তার মধ্যে ৯টি কেন্দ্র বিজেপির দখলে ছিল। তার মধ্যে বিজেপি দখলে রাখতে পেরেছে মাত্র দুটি কেন্দ্র। অর্থাৎ বিজেপি মাইনাস ৭। আর কংগ্রেসের দখলে একটি ছিল না, তারা দখল করেছে তিনটি আসন। অর্থাৎ কংগ্রেস প্লাস ৩। কংগ্রেসের সমর্থনে বিরোধীরা ছিনিয়ে নিয়েছে চারটি। অন্য চারচি আসন ধরে রাখতে সমর্থ হয়েছে মোজী বিরোধী জোটের আঞ্চলিক দলগুলি। অর্থাৎ বিজেপি ২, কংগ্রেস প্লাস ১১।

English summary
Congress plus and BJP minus according to by election 2018. Congress and others have won 11 seats and BJP have won only two seats
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X