For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে শাসক-জোটের বিধায়কের মৃত্যু পথ দুর্ঘটনায়, হতে চলেছে উপনির্বাচন

কর্ণাটকে নতুন সরকার গঠের এক সপ্তাহের মধ্যেই দুঃসংবাদ। শাসক জোট শিবিরের এক বিধায়করে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় রাজনীতিতে

Google Oneindia Bengali News

কর্ণাটকে নতুন সরকার গঠের এক সপ্তাহের মধ্যেই দুঃসংবাদ। শাসক জোট শিবিরের এক বিধায়করে মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে কন্নড় রাজনীতিতে। সোমবার এক পথ দুর্ঘটনায় প্রয়াত হন সিদ্দু ভিমাপ্পা ন্য়ামগৌড়। গোয়া থেকে বাগালকোট যাওয়ার পথে ঘটে যায় এই দুর্ঘটনা।

কর্ণাটকে শাসক-জোটের এক বিধায়কের মৃত্যু পথ দুর্ঘটনায়, হতে চলেছে উপনির্বাচন

সংবাদ সংস্থা এ এনআই সূত্রের খবর, ওই কংগ্রেস বিধায়ক এদিন গোয়া থেকে বাগালকোট যাচ্ছিলেন। সেই সময় তুলসিগিরির কাছে ঘটে যায় এই গাড়ি দুর্ঘটনা। কর্ণাটকের জামকাণ্ডি বিধানসভা আসন থেকে তিনি জয়লাভ করেছিলেন। সিদ্দু ভিমাপ্পার মৃত্যুতে সেই জামকান্ডি আসনটি আপাতত ফাঁকা হয়ে গেল। ফেল ফের একবার কর্ণাটক বিধানসভা নির্বাচনে ওই একটি আসনে নিশ্চিত হল উপনির্বাচন। এদিকে, ভিমাপ্পার মৃত্যুতে কংগ্রেসের বিধায়ক সংখ্যা মুহূর্তে দাঁড়িয়েছে ৭৭ জনে । এর আগে, কর্ণাটকে কংগ্রেসের জয়ী বিধায়কদের সংখ্যা ছিল ৭৮ জন।


উল্লেখ্য, ৭৮ জন বিধায়ক নিয়ে নির্বাচন পরবর্তী সময়ে কর্ণাটকে কংগ্রেস জোট বেঁধেছে জেডিএস -এর সঙ্গে। জেডিএস-এর বিধায়কর সংখ্যা কম থাকলেও, শেষমেশ 'কিং মেকার' থেকে খোদ মসনদই দখল করে ফেলে জেডিএস। জোটের তরফে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন জেডিএস-এর কুমারস্বামী।

English summary
Congress MLA Siddu Bhimappa Nyamgoud Dies in Road Accident Near Tulasigeri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X