For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বাবা, সব সময় তুমি আমাদের সঙ্গে রয়েছ,’ রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকীতে রাহুল গান্ধীর শ্রদ্ধা

Google Oneindia Bengali News

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা ৭৮ তম জন্মবার্ষিকীতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধা জানালেন। তাঁদের সঙ্গে ছিলেন বরার্ট ভঢরা, সাংসদ কেসি বেনুগোপাল, সংসদের বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। বাবার জন্মবার্ষিকী উপলক্ষে টুইটারে আবেগঘন পোস্ট করেন রাহুল গান্ধী।

রাহুল গান্ধীর আবেগঘন পোস্ট

রাহুল গান্ধীর আবেগঘন পোস্ট

শনিবার টুইটারে একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। সেখানে তিনি লেখেন, 'বাবা, প্রতি মুহূর্তে তুমি আমাদের সঙ্গে রয়েছ। তুমি দেশের জন্য যে স্বপ্ন দেখেছিলেন, তা পূরণ করার জন্য আমি সব সময় চেষ্টা করি।' শনিবার কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে পোস্ট করা হয়। সেখানে বলা হয়, 'আমরা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁর দূরদৃষ্টি সর্বজন বিদিত। তাঁর দূরদৃষ্টির মাধ্যমেই ভারতে আইটি ও টেলিকম বিপ্লবের সূচনা হয়েছিল।' দেশের বিভিন্ন প্রান্তে নানা সমাজসেবা কাজের মাধ্যমে কংগ্রেস রাজীব গান্ধীর জন্মবার্ষিকী পালন করছে।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীকে স্মরণ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজীব গান্ধী সেন্টার ফর অ্যাডভ্যান্সড টেকনোলজি বা আর-ক্যাট এর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী স্মরণ করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী রাজীব গান্ধীর ৭৮ তম জম্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী। রাজীব গান্ধী তথ্য প্রযুক্তির সম্ভাবনা ও গুরুতিব উপলব্ধি করেছিলেন। প্রায় তিন দশক আগে তিনি ভারতে এর ভিত্তি স্থাপন করেছিলেন। তার সঙ্গে ভারতে আইটির একটি গৌরবময় যুগের জন্ম দিয়েছিলেন।'

রাজনীতিতে নারীর ক্ষমতায়ন দিবস

রাজনীতিতে নারীর ক্ষমতায়ন দিবস

অন্যদিকে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস তারা এই দিনটিকে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করবে। অল ইন্ডিয়া কংগ্রেসের মহিলা শাখা টুইট করে জানিয়েছেন, রাজনীতির ময়দানে মহিলাদের এগিয়ে আসার জন্য উৎসাহ দিতেন রাজীব গান্ধী। সেই কারণে মহিলা কংগ্রেস রাজীব গান্ধীর জন্ম দিবসে রাজনীতিতে নারীর ক্ষমতায়ন দিবস হিসেবে পালন করবে।জাতীয় যুব কংগ্রেস টুইটারে রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজনের কথা জানিয়েছে। গোয়া কংগ্রেস টুইট করে এই দিনটি উদযাপনের কথা জানিয়েছে। ওড়িশা কংগ্রেস সেবাদল রাজীব গান্ধীর পাইলট লাইসেন্সের একটি ছবি পোস্ট করে। রাজীব গান্ধীর একটি বাণিজ্যিক পাইলটের লাইসেন্স ছিল। তিনি অভ্যন্তরীণ ইন্ডিয়ান এয়ারলাইসেন্সের পাইলট ছিলেন। দেশের উন্নতিতে রাজব গান্ধীর কথা স্মরণ করে দেশের কয়েকজন মন্ত্রী টুইট করেছেন। প্রসঙ্গত, ১৯৮৪ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৯১ সালে এলটিটি জঙ্গিদের আত্মঘাতী বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।

English summary
Congress leader Rahul Gandhi paid homage to former Prime Minister Rajiv Gandhi on his 78 th birth anniversary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X