For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনা-কংগ্রেস জোটে ধাক্কা, ভিওয়ান্ডির মেয়র নির্বাচনে বিজেপিকে ভোট কংগ্রেস পুরপ্রতিনিধিদের

শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গড়লেও এই নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে মহারাষ্ট্র কংগ্রেসে। তার প্রকট হয়ে দেখা দিল ভিওয়ান্ডির মেয়র নির্বাচনে।

Google Oneindia Bengali News

শিবসেনার সঙ্গে জোট গড়ে সরকার গড়লেও এই নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে মহারাষ্ট্র কংগ্রেসে। তার প্রকট হয়ে দেখা দিল ভিওয়ান্ডির মেয়র নির্বাচনে। সেখানে কংগ্রেসেরই ১৮ জন পুর প্রতিনিধি ভোট দিয়েছেন বিজেপিকে। কোনার্ক বিকাশ আগাড়ির প্রার্থী ছিলেন প্রতিভা পাটিল। সেখানে কংগ্রেসের রয়েছে ৪৭টি, শিবসেনার ১২টি এবং বিজেপি ১৯টি আসন পেয়েছিল।

শিবসেনা-কংগ্রেস জোটে ধাক্কা, ভিওয়ান্ডির মেয়র নির্বাচনে বিজেপিকে ভোট কংগ্রেস পুরপ্রতিনিধিদের

কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেসের ১৮ জন পুর প্রতিনিধি শিবসেনাকে সমর্থনে রাজি হয়নি। শিবসেনা কংগ্রেস জোটকে সমর্থন না করে তারা বিজেপিকে ভোট দেয়। যার জেরে কংগ্রেসের ঋতিকা রাকা কোনওমতে ৪১টি ভোট পেয়েছেন অন্যদিকে বিজেপির প্রতিভা পাটিল পেয়েছেন ৪৯টি ভোট। কারণ ১৮ জন বিদ্রোহী কংগ্রেস পুরপ্রতিনিধি ভোট দেন বিজেপিকে।

মুম্বইয়ের মেয়র এবং ডেপুটি মেয়র পদ দখল করতে পারলেও ভিওয়ান্ডির মেয়র পদ খোয়াতে হয়েছে শিবসেনাকে। ভিওয়ান্ডির এই মেয়র নির্বাচনে থেকে মহারাষ্ট্র কংগ্রেসে বিদ্রোহ প্রকট হল বলে মনে করছে রাজনৈতিক মহল। আদর্শ বিরুদ্ধ দলের সঙ্গে কংগ্রেসের জোট অনেকেই মেনে নিতে পারেননি। প্রথম দিকে সোনিয়া গান্ধীও রাজি ছিলেন না। পরে রাজনৈতিক সমীকরণ মেনে তিনি রাজি হন।

English summary
Congress Corporators vote BJP in Bhiwandi Mayor Poll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X