অভিযোগ ওঠায় কেন্দ্রের একাধিক মন্ত্রী অপসৃত, দাবি কংগ্রেসের
সিবিআই স্ক্যানারে থাকায় বেশ কয়েকজন মন্ত্রীদের সরানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে মন্ত্রীদের পদত্যাগ সম্পর্কে এমনই প্রতিক্রিয়া কংগ্রেসের। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পদত্যাগী ছয়মন্ত্রীর মধ্যে অন্তত এক মন্ত্রীর বিরুদ্ধে অর্থ নয়ছয়ের অভিযোগ উঠেছিল। সেই রিপোর্ট প্রধানমন্ত্রীর অফিসেও জমা পড়ে। মন্ত্রিসভায় রদবদলের আগে যেসব মন্ত্রী পদত্যাগ করেছেন, তাঁরা হলেন, উমা ভারতী, কলরাজ মিশ্র, রাজীবপ্রতাপ রুডি, সঞ্জীব বলওয়ান, মহেন্দ্রনাথ পাণ্ডে, ফগন সিং কুলস্তে।
যদিও সিবিআই জানিয়েছে, এই সংক্রান্ত রিপোর্ট সম্পূর্ণ মিথ্যা এবং যার কোনও ভিত্তি নেই।
কেই বলছেন, এটি 'সৃজন দুর্নীতি' সঙ্গে যুক্ত, কেউ বা বলছেন মেডিক্যাল কলেজ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। কংগ্রেস নেতা অভিষেক মনুসিংভির দাবি, এটা কোনও জল্পনার বিষয় নয়, ঘটনাটি সত্যি। দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের এইভাবে মন্ত্রিসভা থেকে সরিয়ে দুর্নীতি ইস্যুকে ধামাচাপা দিতে পারবেন না প্রধানমন্ত্রী। এমনটাই জানিয়েছে কংগ্রেস।