For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়ে ৯দিনের পূর্ণ লকডাউন ঘোষণা

ছত্তিশগড়ে ৯দিনের পূর্ণ লকডাউন ঘোষণা

Google Oneindia Bengali News

রাজ্যে ক্রমাগত করোনা ভাইরাস কেস বৃদ্ধির ফলে ছত্তিশগড় সরকার শুক্রবার ৯ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা করল দুর্গ জেলায়। দুর্গের কালেক্টর সর্বেশ্বর ভুরে জানিয়েছেন যে রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ লকডাউন জারি করা হবে ৬ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত।

মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়ে ৯দিনের পূর্ণ লকডাউন ঘোষণা

লকডাউনের নিষেধাজ্ঞা থেকে জরুরি পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে। রাজ্যে করোনা কেস বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতেই এই সিদ্ধান্ত। করোনা দ্বিতীয় ওয়েভে রায়পুর ও দুর্গ জেলা রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা। দুর্গে বৃহস্পতিবার ৯৯৬টি নতুন কেস ধরা পড়েছে অন্যদিকে রায়পুরে ১,৩২৭টি কেস। দুর্গের মোট করোনা কেসের বোঝা ৪০,০৬৮, এর মধ্যে ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। রায়পুরে করোনা কেসের সংখ্যা ৬৬,৯৯৯টি, কোভিডে মৃত্যু হয়েছে ৯১৪ জনের। বৃহস্পতিবার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল স্থানীয় স্তরে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আলোচনা করে জেলা শাসকদের নিজেদের এলাকায় লকডাউন ঘোষণা করার ক্ষমতা দিয়েছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবারও মধ্যপ্রদেশের ছিন্দওয়ারাতে তিনদিনের লকডাউন জারি করা হয়। শুক্রবার, শনিবার ও রবিবার ছিন্দওয়ারা টাউনে তিনদিনের লকডাউন থাকবে। এই সময় সব বাজার–দোকান বন্ধ রাখা হবে। লকডাউনটি শহরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আবদ্ধ থাকবে। সোমবার মধ্যপ্রদেশে ২,৩২৩টি নতুন করে করোনা ভাইরাস পজিটিভ কেস ধরা পড়ে এবং রাজ্যে মোট করোনা সংক্রমণের সংখ্যা ২,৯১,০০৬। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের চেয়েও খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। মুম্বই, নাগপুর, পুনে, ঔরঙ্গাবাদ সহ বিভিন্ন জেলায় দৈনিক করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে এ রাজ্যে লকডাউন ঘোষণা করা না হলেও কড়া বিধি–নিষেধে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে।

‌অন্যদিকে, দেশের দৈনিক করোনা সংক্রমণ উদ্বিগ্ন করছে সরকারকে। একদিনে আক্রান্ত হয়েছেন ৮১,৪৬৬ জন। দেশের মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৩,০৩,১৩১। বেড়েছে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৪৯৬ জন। অর্থাৎ দৈনিক মৃত্যু প্রায় ৫০০ ছুঁই ছুঁই। গোটা দেশে করোনা সংক্রমণে মোট মৃতের সংখ্যা এখন ১,৬৩,৩৯৬।

ধর্মীয় স্থানে অশান্তি পাকানোয় ওস্তাদ বামেরা, নির্বাচনী প্রচারে শবরীমালা ইস্যুতে খোঁচা মোদীরধর্মীয় স্থানে অশান্তি পাকানোয় ওস্তাদ বামেরা, নির্বাচনী প্রচারে শবরীমালা ইস্যুতে খোঁচা মোদীর

English summary
9-day lockdown announced in Durg district of Chhattisgarh due to continuous increase in Covid cases
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X