For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অক্সিজেন সরবরাহে পক্ষপাতিত্বের অভিযোগ, কেন্দ্রের সুনজরে যোগী! কেন বঞ্চনার শিকার কেজরিওয়াল?

অক্সিজেন সরবরাহে পক্ষপাতিত্বের অভিযোগ, কেন্দ্রের সুনজরে যোগী! কেন বঞ্চনার শিকার কেজরিওয়াল?

  • |
Google Oneindia Bengali News

অক্সিজেন বণ্টনে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বারংবার সরব হচ্ছে একাধিক রাজ্য। এবার রীতিমতো চাঁচাছোলা ভাষায় আক্রমণের পথে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে করোনা আবহে সক্রিয় রোগীর সংখ্যায় বাঁধ ভাঙা জোয়ার আসতেই রাজ্যে রাজ্যে চরমে উঠেছে বেড-অক্সিজেনের সঙ্কট। এর মধ্যেই বিরোধীদের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতেই বেশি মাত্রায় অক্সিজেন পাঠাচ্ছে কেন্দ্র। যা নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি।

অক্সিজেন সরবরাহে পক্ষপাতিত্ব কেন্দ্রের?

অক্সিজেন সরবরাহে পক্ষপাতিত্ব কেন্দ্রের?

সম্প্রতি এক অভিযোগে সরগরম রাজ্য-রাজনীতি। শোনা যাচ্ছে, উত্তরপ্রদেশের অক্সিজেন ঘাটতির ৯৩% কেন্দ্র মেটালেও দিল্লির ক্ষেত্রে সেই পরিমাণ মাত্র ৫৪%! সুপ্রিম কোর্টে জমা দেওয়া কেন্দ্রের ২০০ পাতার বিবৃতি অনুসারে, 'কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের লক্ষ্যে কারখানা ও অন্তর্দেশীয় বাণিজ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রক, পিইএসও ও সর্বভারতীয় গ্যাস উৎপাদক সমিতির (এআইআইজিএমএ) সঙ্গে আলোচনায় বসা হয়েছিল।'

চাহিদা বুঝে অক্সিজেনের হিসাব চেয়েছিল কেন্দ্র

চাহিদা বুঝে অক্সিজেনের হিসাব চেয়েছিল কেন্দ্র

কেন্দ্রীয় সূত্রে খবর, গত ১১-১৪ই এপ্রিলের মধ্যে আয়োজিত বৈঠকে সক্রিয় আক্রান্তের সংখ্যা ও সংক্রমণের গতি বুঝে আগাম অক্সিজেনের চাহিদা জানানোর নির্দেশ দেওয়া হয় রাজ্যগুলিকে। এক্ষেত্রে ৩০শে এপ্রিল পর্যন্ত দিল্লি সরকার প্রত্যহ অক্সিজেনের চাহিদার পরিমাণ জানায় ৪৪৫ মেট্রিক টন ও উত্তরপ্রদেশের ক্ষেত্রে তা হয় ৮০০ মেট্রিক টন। কিন্তু আক্রান্তের সংখ্যায় জোয়ার আসায় তা আগামীতে আরও বাড়তে চলেছে বলে খবর।

অক্সিজেনের চাহিদায় বাড়বাড়ন্ত

অক্সিজেনের চাহিদায় বাড়বাড়ন্ত

এদিকে কেন্দ্রের তরফে জানান হয়, ২০, ২৫ ও ৩০শে এপ্রিল যথাক্রমে ৪৮৮০, ৫৬১৯ ও ৬৫৯৩ মেট্রিক টন অক্সিজেন সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারের তরফে। যদিও কেজরির অভিযোগ এসবই ফাঁকা আওয়াজ। কাজের কাজ কিছুই হচ্ছে না রাজধানী দিল্লিতে। যদিও কোভিড সংক্রমণ বৃদ্ধির কারণে অক্সিজেনের চাহিদা প্রায় ১৩৩% বেড়েছে দিল্লিতে, একই পথে হেঁটে উত্তরপ্রদেশ বাড়িয়েছে প্রায় ১০০%। পাশাপাশি একইভাবে প্রাণবায়ুর চাহিদা বাড়িয়েছে রাজস্থান, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ ও উত্তরাখন্ড।

 করোনা আবহে কুম্ভ মেলার আয়োজন, উত্তরাখণ্ড সরকারের সমালোচনায় হাইকোর্ট করোনা আবহে কুম্ভ মেলার আয়োজন, উত্তরাখণ্ড সরকারের সমালোচনায় হাইকোর্ট

 কী বলছে গাফিলতির খতিয়ান

কী বলছে গাফিলতির খতিয়ান

সম্প্রতি রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহের যে তালিকা প্রকাশ করেছে কেন্দ্র, তাতেই স্পষ্ট যে কেন্দ্র সঠিকভাবে অক্সিজেন বণ্টনে অসফল। ১৮ই এপ্রিলের হিসাব অনুযায়ী, কেন্দ্র যোগীর রাজ্যে প্রায় ৭৫১ মেট্রিক টন অক্সিজেন পাঠিয়েছে যা তাদের চাহিদার প্রায় ৯৩%। অন্যদিকে কেজরিওয়ালের দিল্লি পেয়েছে ৩৭৮ মেট্রিক টন অক্সিজেন, যা দিল্লির চাহিদার মাত্র ৫৪%! যদিও বৃহস্পতিবার হাইকোর্টের শুনানিতে দিল্লি জানিয়েছে যে আগামী দিনে দৈনিক প্রায় ১,০০০ মেট্রিক টন অক্সিজেনের প্রয়োজন হবে তাদের।

English summary
Complaints of deprivation against oxygen distribution against center, growing concern in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X