For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি ক্ষমতায় ফিরলে ১৬ খানা আবর্জনার পাহাড় তৈরি হবে'! কেন এমন বললেন কেজরিওয়াল

বলে রাখা প্রয়োজন, এক দিকে দিল্লির পুরনিগম নির্বাচন অন্যদিকে গুজরাট নির্বাচন। চলতি বছরের শেষেই ভোট রয়েছে। দুটি ক্ষেত্রেই বিজেপিকে সমানে টক্কর দিচ্ছে আম আদমি পার্টি। আর এই অবস্থায় ফের একবার উত্তেজনার পারদ চড়ল।

  • |
Google Oneindia Bengali News

আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে নতুন করে তরজা শুরু! এবার আবর্জনার স্তুপ নিয়ে শুরু হয়েছে তরজা। দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিওয়াল পুরভোটের ঠিক আগেই ঠিক এই ইস্যুতে আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে। দিল্লির গাজিপুরে আবর্জনার স্তুপ পরিদর্শন করতে যান মুখ্যমন্ত্রী। আর সেই পরিদর্শনের আগেই আপ এবং বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। একে অপরের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন। যা নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও ঘটনাত পরেই বিশাল পুলিশ গিয়ে গোটা পরিস্থিতি সামাল দেয়।

বলে রাখা প্রয়োজন, এক দিকে দিল্লির পুরনিগম নির্বাচন অন্যদিকে গুজরাট নির্বাচন। চলতি বছরের শেষেই ভোট রয়েছে। দুটি ক্ষেত্রেই বিজেপিকে সমানে টক্কর দিচ্ছে আম আদমি পার্টি। আর এই অবস্থায় ফের একবার উত্তেজনার পারদ চড়ল।

চারপাশ একেবারে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল

চারপাশ একেবারে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল

অন্যদিকে আপের দাবি, গত ১৫ বছর ধরে দিল্লির নগর নিগম রয়েছে বিজেপির দখলে। আর এই লম্বা শাসনকালে তাঁরা দিল্লিকে আবর্জনের পাহাড় উপ[অহার দিয়েছে বলে তোপ মুখ্যমন্ত্রীর। আসন্ন নির্বাচনে তাই আপকেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। তিনি আরও বলেন, তাঁকে পরিদর্শন থেকে আটকাতে চেয়েছিল বিজেপি। আবর্জনার স্তপের চারপাশ একেবারে পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছিল বলে অভিযোগ।

তাঁকে ভোট দেওয়ার দরকার নেই

তাঁকে ভোট দেওয়ার দরকার নেই

কিন্ত্য দিল্লির মুখ্যমন্ত্রীর দাবি, আগামী পাঁচ বছরে তিনি যদি দিল্লিকে পরিছন্ন করতে না পারেন তাহলে তাঁকে ভোট দেওয়ার দরকার নেই। আপ সুপ্রিমোর দাবি, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে এমন ১৬ খানা আবর্জনার পাহাড় তৈরি হবে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আরও বলেন, তাঁকে ওই স্থান পরিদর্শন করতে আটকানো হচ্ছে ঠিকই। কিন্ত্য বিজেপি নেতারা চাইলে তাঁর সরকারের তৈরি স্কুল-ক্লিনিক পরিদর্শন করতেই পারেন।

একটা ভালো কাজ দেখাতে হবে বিজেপিকে

একটা ভালো কাজ দেখাতে হবে বিজেপিকে

পুর নিগমের ভোট নিয়ে কার্যত বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কেজরিওয়াল। তাঁর দাবি, ১৫ বছরে অন্তত একটা ভালো কাজ দেখাতে হবে বিজেপিকে। শুধু তাই নয়, ১৫ বছরে যা করেছেন তাতে লজ্জা বোধ করছেন? তবে দিল্লির জন্যে কেজরিওয়াল কি কাজ করেছেন তা যদি জানতে চান তাহলে দিল্লির মানুষের কাছে যান! তাঁরাই সমস্ত কিছু বলে দেবে বলে বিজেপিকে নজিরবিহীন আক্রমণ আপ নেতার। বলে রাখা প্রয়োজন, দিল্লির সরকার ২ লক্ষ কোটি টাকা দিয়েছে বিজেপি শাসিত পুরনিগমকে। কিন্ত্য কি কাজ হয়েছে? প্রশ্ন কেজরিওয়ালের। সামনেই দিল্লির পুর-নিগম নির্বাচন। বড় পরীক্ষা বিজেপির কাছে। আর সেখানে দাঁড়িয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ আপ সুপ্রিমোর।

 গত আট বছরে বিজেপি সরকারের নেতৃত্বে দুর্নীতিমুক্ত হয়েছে হরিয়ানা, জনসভায় দাবি অমিত শাহের গত আট বছরে বিজেপি সরকারের নেতৃত্বে দুর্নীতিমুক্ত হয়েছে হরিয়ানা, জনসভায় দাবি অমিত শাহের

English summary
Clash between aap and BJP over garbage mountain in Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X