For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে খণ্ডযুদ্ধ, ভারতের ঘাড়েই দোষ চাপাল চিন

লাদাখে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার হাতাহাতির ঘটনায় ভারতের ঘাড়েই দোষ চাপাল চিন। এই ঘটনায় চিন অত্যন্ত অখুশি, বিবৃতি দিয়ে জানাল চিনা বিদেশমন্ত্রক ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

লাদাখে ভারতীয় সেনার সঙ্গে চিনা সেনার হাতাহাতির ঘটনায় ভারতের ঘাড়েই দোষ চাপাল চিন। মঙ্গলবার চিনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, এই ঘটনায় চিন অত্যন্ত অখুশি হয়েছে। ভারতীয় সেনাই ওই প্ররোচনাতেই ওই ঘটনা ঘটেছে বলে চিনের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

লাদাখে খণ্ডযুদ্ধ, ভারতের ঘাড়েই দোষ চাপাল চিন

গত ১৫ই অগাস্ট লাদাখের প্যাংগং হৃদের কাছে ভারতীয় সেনাবাহিনী ও চিনের পিএলএ-র মধ্যে খণ্ডযুদ্ধ বাধে। এমনকী দুই পক্ষের মধ্যে ঢিল ছোঁড়াছুড়িও হয়। এই ঘটনার ফুটেজেও পরবর্তী সময়ে প্রকাশ করা হয়। চিনের দাবি, পিএলএ সেসময়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ধরে রুটিন টহল দিচ্ছিল। সেসময়ে ভারতীয় সেনাই তাদের বাধা দেয়। এমনকী চিনা সেনার সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। এই ঘটনায় চিনের কয়েকজন সৈন্য আহত হয়েছে বলেও চিনা বিদেশমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

সেইসঙ্গে নিয়ন্ত্রণরেখায় শান্তি বজায় রাখা নিয়ে দুই রাষ্ট্রের চুক্তিও ভারত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে চিন। এবিষয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে অভিযোগও জানিয়েছে চিন। অপরদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সোমবারই জানিয়েছেন, ডোকলাম বিতর্কে খুব শীঘ্রই শান্তিপূর্ণ সমাধান হবে। আইটিবিপি-র একটি অনুষ্ঠানে গিয়ে একথা বলেন রাজনাথ।

English summary
China blames Indian army for the scuffle between two forces at Ladakh, China is extremelt dissatisfied with the incident, says Chinese foreign ministry
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X