For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পঙ্গপাল, করোনা, দাবদাহে জর্জরিত রাজস্থানে হার না মানা এক গ্রামের জেদ, পথ দেখাচ্ছেন ছবি

পঙ্গপাল, করোনা, দাবদাহে জর্জরিত রাজস্থানে হার না মানা এক গ্রামের জেদের কথা।

Google Oneindia Bengali News

একের পর এক সমস্যা যেন প্রলয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে এই বিশ্ব ও আমাদের দেশকে। এরই মধ্যে রাজস্থানে এখন সব থেকে খারাপ অবস্থা। করোনা প্রকোপ, প্রচণ্ড দাবদাহ, পঙ্গপালের হানা মিলিয়ে জেরবার পশ্চিম ভারতের এই রাজ্যটি। এই পরিস্থিতিতে নিজের গ্রামের সাহায্যে এগিয়ে এলেন এক এমবিএ ডিগ্রি প্রাপ্ত প্রাক্তন গ্রাম প্রধান। নাম ছবি রাজাওয়াত।

রাজস্থানের সোদা গ্রাম

রাজস্থানের সোদা গ্রাম

রাজস্থানের সোদা গ্রামে বাস করেন ছবি। সেই গ্রামে আরও ৯০০ পরিবারের বাস। পঙ্গপালের হানায় বাড়ি থেকে বের হতে পারছেন না কেউ। তা ছাড়া প্রচণ্ড তাপপ্রবাহ তো রয়েছেই। এছাড়া করোনা থেকে বাঁচতে সামাজিক দূরতব বজায় রাখার তাগিদ। সব মিলিয়ে গ্রামের ৯০০ পরিবারই এখন অর্থহীন অবস্থায়। এই উপর উক্ত সমস্যাগুলোয় না মরলেও খিদের তারণায় তাঁদের মৃত্যু নিশ্চিত।

ছবি হার মানতে নারাজ

ছবি হার মানতে নারাজ

এই অবস্থায় সোদা গ্রামের প্রাক্তন প্রধান ছবি হার মানতে নারাজ। তিনি এক এখটি পরিবারকে দত্তক নেওয়ার কথা ভেবেছেন। তাছাড়া নিজের এই মনোভাব ছড়িয়ে দিয়ে অন্যান্য পরিবারগুলির জন্য অর্থসাহায্য পেতেও মরিয়া হয়ে উঠেছএন ছবি। তাঁর হিসাবে প্রতিটি পরিবারকে এক মাসের জন্য দত্তক নিতে প্রয়োজন ৩০০০ টাকা। এই লক্ষ্যে অনলাইনে টাকা জোগাড়ে নেমেছেন ছবি।

কী বললেন ছবি?

কী বললেন ছবি?

এই বিষয়ে ছবিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমার পরিবার আমাকে ছোটবেলা থেকেই সবাইকে সঙ্গে নিয়ে বাঁচতে শিখিয়েছে। আমি আমার এই গ্রামকেও নিজের পরিবার হৃবলে মনে করি। তাই আমি তাদের জন্য যেটুকু পারি, তা করতে চাই। আমি ছওটবেলা থেকেই সারা দিন এই গ্রামে ঘুরে বেরাতাম। আমি আমার গ্রামকে ভালোবাসি।'

সোদা গ্রামের জনগণ বদ্ধপরিকর

সোদা গ্রামের জনগণ বদ্ধপরিকর

ছবি জানান, সোদা গ্রামের জনগণ এই পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনে বদ্ধপরিকর। তিনি বলেন, 'এই দাবদাহে আমরা অনেক কষ্টে আছি। তাছাড়া করোনা প্রকোপের ভয়াবহ অবস্থাও আমরা বুঝতে পারছি। জুন-জুলাই মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই আমি এই ভাবে এক একটি পরিবারকে দত্তক নেওয়ার পন্থা বের করেছি।'

১৪০টি পরিবারকে দত্তক নেওয়ার কাজ সম্পন্ন

১৪০টি পরিবারকে দত্তক নেওয়ার কাজ সম্পন্ন

ছবি জানান, ইতিমধ্যেই গ্রামের ১৪০টি পরিবারকে দত্তক নেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। আরও পরিবারকে দত্তক নেওয়ার জন্য অনলাইনে টাকা সংগ্রহের কাজ চলছে।

আপনিও সাহায্য করুন সোদা গ্রামকে?

আপনিও সাহায্য করুন সোদা গ্রামকে?

এই লিঙ্কে ক্লিক করে আপনিও সোদা গ্রামের একটি পরিবারকে দত্তক নিতে পারেন :

https://pages.razorpay.com/pl_EcTy5sFbPHCoBc/view

আরও তথ্যের জন্য ইমেল পাঠাতে পারে এই ঠইকানায় : [email protected]

<strong>এবার পাঞ্জাব-মাহারাষ্ট্রে পঙ্গপালের হানা, মরু-পোকার হামলা রুখতে আকাশে উড়বে ড্রোন!</strong>এবার পাঞ্জাব-মাহারাষ্ট্রে পঙ্গপালের হানা, মরু-পোকার হামলা রুখতে আকাশে উড়বে ড্রোন!

English summary
Chavvi Rajawat of Soda Village in Rajasthan started initiative of adopting families amid locust, covid 19 outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X