For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের ঐক্য ও অখন্ডতার প্রশ্নে কোনওরকম আপোস নয় : মুশারত প্রসঙ্গে জানালেন প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৯ মার্চ : কেন্দ্র ও জোটসঙ্গীকে সম্পূর্ণ অন্ধকারে রেখেই যে হুরিয়ত নেতা মুশারতকে ছাড়ার ক্ষেত্রে মুফতি মহম্মদ সঈদ সিদ্ধান্ত নিয়েছেন তা সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে এটাও জানালেন যে দেশের ঐক্য ও অখন্ডতার প্রশ্নে কোনওরকম আপোস করবে না কেন্দ্রীয় সরকার। "এই ঘটনায় কোনও একটি রাজনৈতিক দল ক্ষুব্ধ নয়, ক্ষুব্ধ গোটা দেশ", সংসদে এমনটাই জানান নরেন্দ্র মোদী।

দেশের ঐক্য ও অখন্ডতার প্রশ্নে কোনওরকম আপোস নয় : মুশারত প্রসঙ্গে জানালেন প্রধানমন্ত্রী


এদিন সংসদের অধিবেশন শুরু হলে মুশারতকে ছাড়ার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে উত্তাল হয় সংসদ।
প্রথমে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাতে না মেনে বিরোধীরা সংসদে হট্টগোল শুরু করেন। এরপরই বিবৃতি দেন নরেন্দ্র মোদী। বলেন, "এরকম ঘটনার সম্মতি সরকার দেয় না। সরকার গড়ার পর যা হচ্ছে তা কেন্দ্রের সঙ্গে আলোচনা করে হচ্ছে না। দেশকে বিশ্বাস করাতে চাই যে দেশের একতার প্রশ্নে আপোস করবে না সরকার।"

একইসঙ্গে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা সরকারের কাজ নিয়ে আলাপ-আলোচনা করতেই পারেন। সংসদীয় গণতন্ত্রে এটাই কাম্য। তবে এটা মনে রাখতে হবে যে এটা দেশের ব্যাপার। এমন কিছু করবেন না যাতে দেশের বাইরে ভুল বার্তা যায়।" বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে আগামিদিনেও লড়াই জারি থাকবে বলে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মুশারতকে ছাড়া বিতর্কে এদিন প্রথমে বিবৃতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিনি জানান, মুশারতের মুক্তির বিষয়ে জম্মু-কাশ্মীর সরকার যে রিপোর্ট পাঠিয়েছে, তাতে কেন্দ্র সন্তুষ্ট নয় ফলে ফের নয়া ব্যাখ্যা তলব করা হয়েছে। প্রধানমন্ত্রীও জানান, নতুন রিপোর্ট আসার পর সংসদে ফের এই বিষয়ে বিবৃতি দিয়ে সবাইকে জানানো হবে।

English summary
Centre was not informed by state on decision to release Masarat Alam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X