For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসকে 'অ্যাক্ট অফ গড' হিসাবে দেখা হবে, ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের

Google Oneindia Bengali News

আত্মনির্ভর ভারত অভিযানের অন্যতম লক্ষ্য ছিল দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের প্রতি নজর দিয়ে এগুলিকে করোনা পরবর্তী পরিস্থিতিতে চাঙ্গা রাখা। জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার যে প্যাকেজের ঘোষণা করছিলেন। এই অর্থ বরাদ্দের মধ্যে থেকে ৩ লক্ষ কোটি টাকা পাচ্ছে ক্ষুদ্র ও ছোটো শিল্পগুলি।

করোনা ভাইরাস 'অ্যাক্ট অফ গড'

করোনা ভাইরাস 'অ্যাক্ট অফ গড'

পাশাপাশি এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, 'নগর উন্নয়ন মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হবে সকল রাজ্যগুলিকে। তাতে করোনা ভাইরাসকে অ্যাক্ট অফ গড হিসাবে দেখে সেই অনুযায়ী কাজ করতে হবে। সেই মতো নির্মাণ কাজ শুরু করার বিষয়টি খতিয়ে দেখা হবে।'

টিডিএস-এ বড় ছাড়

টিডিএস-এ বড় ছাড়

এদিন আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রী। এদিন বেশ কয়েকটি খাতের ক্ষেত্রে বড় বড় ঘোষণা করেন তিনি। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর সংক্রান্ত ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, 'অর্থবর্ষ ২০১৯-২০ সালের জন্য আয়কর জমার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২০ করে দেওয়া হয়েছে।' এদিকে বৃহস্পতিবার থেকেই বদলাচ্ছে টিডিএস-এর নিয়ম। মার্চের ২০২১ সাল পর্যন্ত চলতি হারের উপর ২৫ শতাংশ ছাড় টিডিএস-এ।

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব

অর্থ প্যাকেজ ঘোষণা করতে গিয়ে এদিন অর্থমন্ত্রী প্রথমেই বলেন, 'নানা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচটি স্তম্ভ অর্থনীতি, জনসংখ্যা, চাহিদা, ব্যবস্থা ও পরিকাঠামোর উপর ভিত্তি করেই আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব। মূলত ভূমি, শ্রমিক, নগদ অর্থ, ও আইন এই চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই প্যাকেজে।'

প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালে সহমত অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালে সহমত অর্থমন্ত্রী

এদিন প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের সুরেই অর্থমন্ত্রী বলেন, 'এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত অভিযান। আত্মনির্ভর-এই শব্দটা আপনারা আমায় ঘনঘন বলতে শুনবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেছেন। সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বিস্তৃত ও গভীর আলোচনার পরে এই দৃষ্টিভঙ্গি স্থাপন করা হয়েছে।'

<strong>রণক্ষেত্র উহান, চিনে দশ দিনের যুদ্ধ ঘোষণা! </strong>রণক্ষেত্র উহান, চিনে দশ দিনের যুদ্ধ ঘোষণা!

English summary
center to issue advisory to treat the Covid-19 crisis as an Act of God said fm nirmala sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X