For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোজনা কমিশনের মতো পে কমিশন তুলে দিতে পারে মোদী সরকার! নতুন পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা শুরু

মোদী সরকার সপ্তম বেতন কমিশন চালু করেছে আনেক আগে। সেদিক থেকে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টই পেশ করতে পারেনি।

  • |
Google Oneindia Bengali News

মোদী সরকার সপ্তম বেতন কমিশন চালু করেছে আনেক আগে। সেদিক থেকে রাজ্য ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্টই পেশ করতে পারেনি। তবে এর মধ্যেও নতুন খবর হল, মোদী সরকার অষ্টম বেতন কমিশন নাও গঠন করতে পারে। তার মানে এই নয়, যে কর্মীদের বেতন বাড়বে না। এর জন্য কেন্দ্রের চিন্তাভাবনার মধ্যে রয়েছে অ্যাকরয়েড পদ্ধতি।

যোজনা কমিশনের মতো পে কমিশন তুলে দিতে পারে মোদী সরকার! নতুন পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা শুরু

রাজ্যের কর্মীরা পঞ্চম বেতন কমিশনের সুফল এখনও পাননি। আর কেন্দ্রীয় কর্মীরা চিন্তা করছেন, অষ্টম বেতম কমিশন কবে গঠন করা হবে। হতে পারে সেই বেতন কমিশন আর গঠন করা হবে না। বদলে অ্যাকরয়েড পদ্ধতির মাধ্যমে নির্বাধিত হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। প্রথমে নানা প্রতিবাদ, বিক্ষোভ, কর্মসূচির পর দেখা যাবে রাজ্যগুলিও সেই পদ্ধতিই অনুসরণ করছে।

অ্যাকরয়েড পদ্ধতিতে দেশের মুদ্রস্ফীতির পাশাপাশি সরকারিকর্মীদের কর্মদক্ষতারও বিচার করবে। তারপরেই নির্ধারিত হবে বেতন বৃদ্ধি। বিশিষ্ট বিজ্ঞানী ওয়ালেক রুডেল অ্যাকরয়েড এই পদ্ধতির আবিষ্কারক। মূলত খাবার, পোশাক পরিচ্ছদের চাহিদার কথা ভিত্তি করেই এই পদ্ধতির আবিষ্কার। এই পদ্ধতিতে জিনিসপত্রের দাম পরিবর্তনের বিষয়টিও বিবেচবা করা হয়। সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়, যার মাধ্যমে মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে।

English summary
Cemtral Government may do away with the pay panel recommendation system entirely
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X